সৌভিক মুখার্জী, কলকাতা: যোগী রাজ্যে (Uttar Pradesh) ঘটে গেল এক নির্মম ঘটনা। হ্যাঁ, উত্তরপ্রদেশের বান্দার সরকারি স্কুলের অধ্যক্ষ এক সপ্তম শ্রেণীর ছাত্রকে নির্মমভাবে মারধর করেছে। বলা চলে বেধড়ক পিটিয়েছে ওই ছাত্রকে। কারণ হিসেবে জানা যায়, ছাত্রটি নাকি অধ্যক্ষের পরিবর্তে শিক্ষিকাকে পড়ানোর জন্য ক্লাসরুমে ডেকে পাঠিয়েছিল। এমনকি ওই ছাত্রটিকে অধ্যক্ষ মারতে মারতে বলে, “তুমি শিক্ষিত হওয়ার পর কী করবে? বাড়িতে গবাদি পশুদের ঘাস খাওয়াও, কৃষিকাজ করো। এতেই লাভ হবে।”
ঘটনাটি কী?
নবভারতের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বান্দার জেলার দেহাত কোতোয়ালি এলাকার লুকতারা গ্রামের একটি জুনিয়র হাই স্কুলে এই ঘটনা ঘটে। ছাত্রটি দাবি করেছিল, মহিলা শিক্ষিকা তাদেরকে ভালো পড়াশোনা করান। আর সেজন্যই সে অধ্যক্ষের পরিবর্তে ওই মহিলাকে পড়ানোর জন্য শ্রেণিকক্ষে আমন্ত্রণ জানিয়েছিল। আর এতেই ক্ষুব্ধ হন অধ্যক্ষ এবং তাকে জাতিগতভাবে গালাগালি গালিগালাজ করা থেকে শুরু করে বেধড়ক মারধর করে।
অধ্যক্ষ এবং মহিলা শিক্ষিকার মধ্যে চলমান বিরোধের জের?
এদিকে গ্রামবাসীরা বলছে, জুনিয়র স্কুলের অধ্যক্ষ এবং মহিলা শিক্ষিকার মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। আর সেই বিরোধ স্কুলের শিক্ষাব্যবস্থার উপরেও দিনের পর দিন প্রভাব ফেলছে। এমনকি গ্রামবাসীরা প্রশাসনের কাছে তাদের দুজনেরই স্কুল থেকে অপসারণের দাবি জানিয়েছিল। তবে ইতিমধ্যেই পুলিশ জানিয়েছে যে, তদন্ত শুরু হয়েছে এবং স্কুলের বাচ্চাদের অভিভাবকদেরকেও ডাকা হয়েছে। উভয় পক্ষের সঙ্গে আলোচনায় বসা হচ্ছে। আর বিষয়টি তদন্তের পরেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ অর্ধনগ্ন শুয়ে তৃণমূল কাউন্সিলর, প্যান্টে হাত মহিলার! ভিডিও নিয়ে বিস্ফোরক সজল ঘোষ
সবথেকে বড় ব্যাপার, নির্মমভাবে মারার সময় ওই অধ্যক্ষ ছাত্রটিকে বলতে থাকে, “পড়াশোনা করে তুমি কী করবে? তুমি বাড়ি যাও, গিয়ে গবাদি পশুদের ঘাস খাওয়াও, কৃষিকাজ করো। এতেই তোমার লাভ হবে। পড়াশোনা করে কোনও লাভ নেই।” এমনকি তিনি হুমকি দিয়েছিলেন, আরও কিছু করলে কড়া ব্যবস্থা নেবেন। এরপর ভুক্তভোগীর পরিবার বিষয়টি নিয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করা মাত্রই পুলিশ তদন্তের নির্দেশ দেয়।