পুলিশ-আন্দোলনকারীদের খন্ডযুদ্ধে উত্তাল লাদাখ! মৃত ৪, আহত ৭০ জন

Published on:

Protests In Ladakh 4 died and 70 injured

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বুধবার সকালেই রাস্তায় নেমেছিলেন স্থানীয় জনতা (Protests In Ladakh)। এরপর পুলিশের সঙ্গে দফায় দফায় খন্ডযুদ্ধ চলে আন্দোলনকারীদের। তাতেই এবার প্রাণ গেল 4 জনের। আহত হয়েছেন কমপক্ষে 70 জন। ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি।

পুলিশের সাথে খন্ডযুদ্ধ আন্দোলনকারীদের, উত্তাল লাদাখ

গ্রেটার কাশ্মীরের রিপোর্ট অনুযায়ী, সকাল থেকেই পুলিশের সাথে বারবার খণ্ডযুদ্ধে জড়িয়েছেন লেহ লাদাখের স্থানীয় বাসিন্দা জেন জি-রা। জানা যায়, উত্তেজিত জনতা প্রথমে রাজধনী লেহ-র বিজেপি অফিস ভাঙচুর করে। এরপরই আন্দোলনকারীদের আটকাতে ময়দানে নামে বিরাট পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, দীর্ঘক্ষণ চলে লাঠিচার্জ। ফাটানো হয়, টিয়ার গ্যাসের শেলও। তাতে অবশ্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছিল।

সূত্রের খবর, পুলিশ বারবার আন্দোলনকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা আরও উত্তেজিত হয়ে ওঠেন। এরপরই সকাল থেকে নিরাপত্তারক্ষীদের সাথে দফায় দফায় সংঘর্ষে মৃত্যু হয়েছে 4 জনের। 70 জনের পর আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

শান্তির বার্তা দিয়েছেন আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক

পুলিশের সাথে সংঘর্ষে উত্তপ্ত লেহ-র পরিস্থিতি ক্রমশ উত্তাল হয়ে উঠলে দীর্ঘদিন লাদাখবাসীর অধিকার নিয়ে আন্দোলন করা জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক বিক্ষোভকারীদের উদ্দেশ্যে শান্তির বার্তা দিয়েছেন। তাঁর কথায়, পরিস্থিতি ক্রমশ খারাপ হয়ে উঠছে। হিংসাত্মক আন্দোলনে ক্ষতিটা আমাদেরই।

অবশ্যই পড়ুন: ভারত ছেড়ে বিদেশে যাচ্ছেন অশ্বিন! খেলবেন জোড়া লিগে? অবসরের পর বড় পরিকল্পনা

উল্লেখ্য, লাদাখের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা চেয়েছে অ্যাপেক্স বডি। গত 10 সেপ্টেম্বর থেকে তাদের অন্তত 15 জন সদস্য আন্দোলন, অনশন করছেন। জানা যায়, বুধবার পর্যন্ত তীব্র আন্দোলনের কারণে 10 জন আন্দোলনকারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপরই, পরিবেশ আন্দোলনকারী এবং লাদাখের মানুষের হয়ে কথা বলা সোনম আন্দোলনে সামিল হন। যদিও তিনি বারবার আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি জানানোর কথা বলছেন।

সূত্রের খবর, লাদাখের পাশাপাশি পূর্ণাঙ্গ রাজ্যের দাবিতে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে জম্মু ও কাশ্মীর বিধানসভাতেও। জানা যায়, শেষবারের মতো গত মাসে দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলে এসেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। এদিকে বিরোধী দল পিডিপির দাবি, জম্মু ও কাশ্মীরকে পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি দিতে এবং 370 অনুচ্ছেদ পুনর্বহাল করতে রাজ্য সরকার এক ফোঁটাও আগ্রহ দেখাচ্ছেনা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥