বিক্রম ব্যানার্জী, কলকাতা: 6 টাকায় 1 কোটি, কোটি টাকা 6 টাকায়! বিজ্ঞাপনের বাজারে এই স্লোগান বহু পরিচিত। এবার সেই 6 টাকাই ভাগ্য ফেরালো ইটভাটার শ্রমিকের। হ্যাঁ, 6 টাকার লটারিতেই জীবনে নেমে আসা দুর্দশা ঘুঁচেছে পাঞ্জাবের মোগার বাসিন্দা পেশায় দিনমজুর জসমাইলের। লটারি কাটার কয়েক ঘণ্টার মধ্যেই দিন আনা দিন খাওয়া শ্রমিক জসমাইল জানতে পারেন এক টিকিটেই 1 কোটি জিতেছেন তিনি। আর তাতেই আনন্দে আত্মহারা পাঞ্জাবের বাসিন্দা।
6 টাকার লটারিতেই বাজিমাত
লটারিতে রাতারাতি কোটিপতি হওয়ার খবর একেবারেই নতুন নয়। প্রতিদিনই, রাজ্য তথা দেশের আনাচে-কানাচে বহু দিন আনা দিন খাওয়া মানুষ এই লটারি থেকেই কোটিপতি হচ্ছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন পাঞ্জাবের জসমাইলও।
গতকাল ফিরোজপুরের জিরায় প্রয়োজনীয় কাজ মেটাতে গিয়েছিলেন তিনি। কাজ শেষে সেখান থেকেই একটি লটারি কাটেন জসমাইল। এরপর কয়েক ঘন্টার মধ্যেই আসে সুখবর। ফোন মারফত ইটভাটার শ্রমিক জানতে পারেন, 6 টাকার লটারিতেই জীবন বদলে গেছে তাঁর। ফোনের ওপার থেকে ভেসে আসে, লটারিতে 1 কোটি টাকা জিতেছেন….
লটারি জয়ের খবর প্রথমে জানতে পেরে বিশ্বাস হচ্ছিল না জসমাইলের। সে কথা নিজেই জানিয়েছেন লটারি বিজেতা। তবে পরবর্তীতে লটারি সেন্টারে গিয়ে জানতে পারেন তিনি সত্যিই কোটি টাকা জিতেছেন। আর এরপরই আনন্দে ভাষা হারিয়েছে জসমাইলের পরিবার।
Jasmail Singh, a daily wage worker from Punjab’s Moga district, has become a crorepati overnight after winning Rs 1…
Posted by TIMES NOW on Wednesday, July 16, 2025
অবশ্যই পড়ুন: ভারতীয় বস্ত্র খাতে বিনিয়োগ করতে চলেছে জাপান
পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন জসমাইল?
লটারি জয়ের খবর পেতেই খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েন পাঞ্জাবের বাসিন্দা। পেশায় দিনমজুর জসমাইল বলেন, এই টাকাটা আমার জন্য কতটা জরুরী তা মুখে বলে বোঝাতে পারবো না! এই অর্থ থেকে 25 লক্ষ টাকা দিয়ে পুরনো ঋণ শোধ করব। বাকি যা বেঁচে থাকবে তা দিয়ে স্ত্রী, সন্তানদের নিয়ে সুখে শান্তিতে থাকতে চান পাঞ্জাবের লটারি বিজেতা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |