ট্রেন মিস হলেও চিন্তা নেই! হাওড়া, শিয়ালদা সহ ৭৬টি স্টেশন নিয়ে বড় ঘোষণা রেলের

Published:

indian railways
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ সাধারণ রেল যাত্রীদের সুযোগ সুবিধার জন্য একের পর এক পদক্ষেপ নিয়েই চলেছে ভারতীয় রেল (Indian Railways)। সে অত্যাধুনিক ট্রেন হোক কিংবা অমৃত ভারত স্টেশন প্রকল্প, একের পর এক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রেলের তরফে। এবারও তার ব্যতিক্রম ঘটল না। এবার কোনও কারণে ট্রেন যদি মিসও হয়ে যায় তাহলেও স্টেশনে দিন বা রাত কাটাতে আপনার অসুবিধা হবে না, কারণ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের আদলে দেশের প্রধান রেলওয়ে স্টেশনগুলিতে যাত্রী ধারণক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা অনুমোদন করেছেন।

৭৬টি স্টেশন নিয়ে বড় ঘোষণা রেলের

গত বছর দীপাবলি এবং ছট উৎসবের সময় নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পাইলট প্রকল্প হিসেবে তৈরি করা এই ধারণক্ষমতা যাত্রীদের কাছে খুবই জনপ্রিয় বলে প্রমাণিত হয়েছে। এক কথায় এই ব্যবস্থাপনা স্টেশন প্রাঙ্গণে যাত্রীদের থাকার ব্যবস্থা এবং ভিড় ব্যবস্থাপনাকে উল্লেখযোগ্যভাবে সহজতর করেছে। আর এই সাফল্যের উপর ভিত্তি করে, রেলওয়ে এখন দেশের ৭৬টি প্রধান রেলস্টেশনে তেমনই আধুনিক হোল্ডিং এরিয়া তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। বহু স্টেশনের চেহারা বদলে দেওয়া হবে, দেশের বেশ কিছু বড় রেলস্টেশনের পাশাপাশি তালিকায় রয়েছে হাওড়া, শিয়ালদা এবং আসানসোলের মতো স্টেশন। জানা গিয়েছে, এই সমস্ত প্রকল্প ২০২৬ সালের উৎসব মরশুমের আগেই সম্পন্ন করা হবে, যাতে আগামী বছর দীপাবলি এবং ছটের মতো প্রধান উৎসবগুলিতে যাত্রীদের কোনও অসুবিধা না হয়।

আরও পড়ুনঃ LPG থেকে আধার আপডেট, ক্রেডিট কার্ড! ১ নভেম্বর থেকে বদলে গেল একাধিক নিয়ম

কী জানাচ্ছে রেল?

এই প্রসঙ্গে উত্তর রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা হিমাংশু শেখর উপাধ্যায় জানিয়েছেন যে গত বছর নির্মিত নয়াদিল্লি স্টেশনের যাত্রী ধারণক্ষমতার এলাকায় বসার ব্যবস্থা, পানীয় জল, মোবাইল চার্জিং এবং ওয়াশরুমের মতো সুবিধা ছিল। এই সুবিধাগুলি বিবেচনা করে, এখন অন্যান্য স্টেশনগুলিতেও একই মডেল গ্রহণ করা হবে।

May be an image of text that says "S.No. 76 Stations Holding Areas Zonal Railway Central Name อรี่ Raihray Statiom No, Eastern Mumbal CSMT. Loknanya Tilak Terminus, Nagpur, Nashik Road, Punt, Dadar Howrah, Sealdah. Asatsel, Jasidh Patna Danapur, Darbhanga Deon FastCentral East Central Nerthera Jadbyar New Hazrat Central Vier Terminal Delhy, Chaziabud, Devi (NIRL, Dham Haridwar Lakshmi Pansii, North Eastera Corakhpur, Banaras, Chhapra, Northeast Froncir North W estern 10 Jalpur, Gandhi Nagar Jaipur, Ajmer, MG South Cemtral Cuptur Colmbatore Ernakalam jayawada, TииpaR, ajalmundry Shalimar Kastern Souh East Central Sooth Wester Kalpor Western 16 SMVT Bengaluni Yesvantper, Kriskaaraapuran Mambai Ceatral Terminus, Uidhna Surat Almedabad. Ugain Schore Total: 76"

দেখে নিন এক নজরে তালিকা

মধ্য রেলওয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT), লোকমান্য তিলক টার্মিনাস, নাগপুর, নাসিক রোড, পুনে এবং দাদর, পূর্ব রেলের হাওড়া, শিয়ালদহ, আসানসোল, ভাগলপুর এবং জাসিডিহ, পূর্ব মধ্য রেলের পাটনা, দানাপুর, মুজাফফরপুর, গয়া, দরভাঙ্গা এবং পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। এর পাশাপাশি পূর্ব উপকূল রেলওয়ের ভুবনেশ্বর, বিশাখাপত্তনম এবং পুরী স্টেশন, উত্তর রেলওয়ের আনন্দ বিহার টার্মিনাল, হযরত নিজামুদ্দিন, দিল্লি জং., গাজিয়াবাদ, জম্মু তাবি, শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা, লুধিয়ানা, লখনউ (এনআর), বারাণসী, অযোধ্যা ধাম এবং হরিদ্বার স্টেশন, উত্তর মধ্য রেলওয়ের কানপুর, বীরাঙ্গনা লক্ষ্মীবাই (ঝাঁসি), মথুরা এবং আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন, উত্তর-পূর্ব রেলওয়ের গোরক্ষপুর, বেনারস, ছাপড়া এবং লখনউ জংশন, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের গুয়াহাটি এবং কাটিহার স্টেশন, উত্তর পশ্চিম রেলওয়ের জয়পুর, গান্ধী নগর জয়পুর, আজমির, যোধপুর এবং রিঙ্গা স্টেশন, দক্ষিণ রেলওয়ের এমজিআর চেন্নাই সেন্ট্রাল, চেন্নাই এগমোর, কোয়েম্বাটুর এবং এর্নাকুলাম স্টেশন, দক্ষিণ মধ্য রেলওয়ের সেকেন্দ্রাবাদ, বিজয়ওয়াড়া, তিরুপতি, গুন্টুর, কাচিগুড়া এবং রাজামুন্দ্রি, দক্ষিণ-পূর্ব রেলওয়ের রাঁচি, টাটানগর এবং শালিমার, দক্ষিণ-পূর্ব মধ্য রেলের রায়পুর, দক্ষিণ পশ্চিম রেলওয়ের এসএমভিটি বেঙ্গালুরু, যশবন্তপুর, মহীশূর এবং কৃষ্ণরাজপুরম, পশ্চিম রেলওয়ে, মুম্বাই সেন্ট্রাল, বান্দ্রা টার্মিনাস, উধনা, সুরাট, আহমেদাবাদ, উজ্জয়িন, ভাদোদরা এবং সেহোর স্টেশন, পশ্চিম মধ্য রেলওয়ের ভোপাল, জবলপুর এবং কোটা স্টেশন একদম বদলে যাবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join