সহেলি মিত্র, কলকাতাঃ রেলের নজরে আরও বেশি করে যাত্রী সুরক্ষা। যে কারণে এবার দেশজুড়ে চলা বহু লোকাল ট্রেন এবং মেট্রো নিয়ে বড় ঘোষণা করতে শোনা গেল কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। এবার এই দুটি জিনিসেও আগামী দিনে ‘কবচ’ ইন্সটল করা হবে ইঙ্গিত দিলেন তিনি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। দেশজুড়ে বিগত বেশ কিছু সময় ধরে লাগাতার ট্রেন দুর্ঘটনা হয়েই চলেছে। যার ফলে এখন প্রশ্নের মুখে যাত্রীদের সুরক্ষা। কবে মৃত্যুলীলা থামবে? সেই নিয়েও বারবার উঠেছে প্রশ্ন। তবে আর চিন্তা নেই, আগামী দিনে রেলের তরফে এমন কিছু উদ্যোগ নেওয়া হবে যার ফলে ট্রেনে ভ্রমণ করার ক্ষেত্রে আর ভয় পেতে হবে না।
এবার লোকাল ট্রেন ও মেট্রোতেও বসছে ‘কবচ’?
ভারতীয় রেলও দেশের মেট্রোপলিটন শহরগুলিতে স্থানীয় এবং মেট্রো ভ্রমণকে আরও নিরাপদ করতে চলেছে। এই তথ্য শেয়ার করে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, মুম্বাইয়ের মতো মহানগরীতে চলমান শহরতলির ট্রেনগুলির নিরাপদ পরিচালনার জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি কবচের অত্যাধুনিক সংস্করণ ‘কবচ ৫.০’ (Kavach 5.0) শীঘ্রই চালু করা হবে। রেল মন্ত্রক জানিয়েছে যে, কবচ-এর এই নতুন ভার্সেনটি ট্রেনগুলির মধ্যে দূরত্ব কমাবে বলে আশা করা হচ্ছে, যার ফলে ট্রেনগুলি নিরাপদে এবং দক্ষতার সাথে চলতে পারবে। কবচ ৫.০ ডিসেম্বরের মধ্যে প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে।
বড় ঘোষণা রেল মন্ত্রীর
মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের উপস্থিতিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বড় তথ্য দেন। তিনি বলেন যে ভারতীয় রেল আগামী সময়ে রাজ্যে ১,৭৩,৮০৪ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে, যা জাতীয় রেল নেটওয়ার্কে মহারাষ্ট্রের কৌশলগত গুরুত্ব এবং এর ভবিষ্যতের বৃদ্ধির প্রতিফলন ঘটাবে। অন্যদিকে কবচ ৫.০ সম্পর্কে বলতে গিয়ে রেলমন্ত্রী বলেন যে এটি একটি অত্যাধুনিক নিরাপত্তা এবং সিগন্যালিং ব্যবস্থা, যা লোকাল ট্রেনের গতি বৃদ্ধি করবে, সেইসঙ্গে যাত্রীদের নিরাপদ ভ্রমণের ব্যবস্থা করবে।
আরও পড়ুনঃ টানা তিনদিন ব্যাঙ্ক বন্ধ, হবে না কোনও লেনদেন! নির্দেশিকা জারি RBI-র
গতি বাড়বে ট্রেনের
রেলমন্ত্রী বলেন, ‘বর্তমানে মুম্বাই এবং অন্যান্য মেট্রো শহরে লোকাল ট্রেন পরিষেবা পরিচালনায় দুটি ট্রেনের মধ্যে প্রায় ১৮০ সেকেন্ডের ব্যবধান রয়েছে। আমাদের Kavach 5.0 এর সাহায্যে, আমরা এই সময়ের মধ্যে ৩০ শতাংশ কমানোর লক্ষ্য রাখছি। এর ফলে দুটি ট্রেনের চলমান সময় মাত্র ১২০ সেকেন্ড কমে যাবে। এই বেঁচে যাওয়া সময়ের মধ্যে আমরা ৩০ থেকে ৫০ শতাংশ বেশি যানবাহন চালাতে পারি। এর ফলে লোকাল ট্রেনে মোট যাত্রীর সংখ্যা দেড় গুণ বৃদ্ধি পাবে।’
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |