রিজার্ভেশন ছাড়া মাত্র ৪০ টাকায় হবে যাত্রা! ১০টি স্পেশাল ট্রেন চালু রেলের, দেখুন রুট সহ টাইমটেবিল

Published:

indian railways launches 10 unreserved trains see route and time table
Follow

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সাধারণ মানুষের সবচেয়ে সস্তা যাতায়াতের মাধ্যম হল ট্রেন। তবে দূরত্ব যদি বেশি হয় সেক্ষেত্রে আগে থেকে টিকিট রিজার্ভেশন করে তবেই ট্রেনে উঠতে হয়। হ্যাঁ ঠিকই ধরেছেন এক্সপ্রেস ট্রেনের কথাই বলছি। তবে সম্প্রতি জানা যাচ্ছে রিজার্ভেশন ছাড়াই ওঠা যাবে এমন একাধিক ট্রেন চালু করতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। কোথায় কোন রুটে চলবে এই ট্রেন? আর ভাড়াই বা হবে কত? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

রিজার্ভেশন বিহীন ট্রেন চালু ভারতীয় রেলের | Indian Railway Starts Reservation Free Trains

যেমনটা জানা যাচ্ছে, আগামী ১লা ফেব্রুয়ারি থেকেই ১০টি ট্রেন চালু হচ্ছে যেখানে আলাদা করে কোনো রিজার্ভেশন লাগবে না। বরং যেভাবে লোকাল ট্রেনের টিকিট কাটেন তেমনভাবেই ৪০ টাকা থেকে ২৫০ টাকা দিয়ে টিকিট কেটে উঠে যাওয়া যাবে ট্রেনে। এক্ষেত্রে প্রতিটা ট্রেনেই ১০০০ থেকে ১২০০ জনের বসার মত সিট থাকবে। অর্থাৎ এই ১০টি এক্সপ্রেস ট্রেনের সবটাই হবে জেনারেল কোচ ও চেয়ার কার।

নতুন ট্রেনের তালিকা ও টাইম টেবিল

গোটা ট্রেনটাই জেনারেল শুনে অনেকেই বেশ খুশি হয়েছেন। কারণ এতে করে রিজার্ভেশনের ঝামেলা যেমন নেই তেমনি ঝটপট টিকিট কেটে ট্রেনে উঠে গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে। নিচে নতুন ট্রেনগুলির তালিকা ও টাইমটেবিল দেওয়া হলঃ

  • মুম্বাই – পুনে সুপারফাস্ট : সকাল ৭ টা ৩০ মিনিটে মুম্বাই থেকে ছাড়বে ও ১১ টা নাগাদ পুনে পৌঁছাবে।
  • হায়দ্রাবাদ – বিজয়ওয়াড়া এক্সপ্রেস : সকাল ৭ টা বেজে ৩০ মিনিটে হায়দ্রাবাদ থেকে ছাড়বে ও দুপুর ২ টো নাগাদ বিজয়ওয়াড়া পৌঁছাবে।
  • দিল্লি – জয়পুর এক্সপ্রেস : দিল্লি স্টেশন থেকে সকাল ৬ টা নাগাদ রওনা দেবে ও দুপুর ১ টা ৩০ নাগাদ জয়পুর পৌঁছাবে।
  • লাখনৌ – বারাণসী এক্সপ্রেস : সকাল ৭ টা নাগাদ লাখনৌ থেকে ছাড়বে ও দুপুর ১ টা বেজে ৩০ মিনিটে বারাণসী পৌঁছাবে।
  • কলকাতা – পাটনা এক্সপ্রেস : কলকাতা স্টেশন থেকে ভোর ৫ টা নাগাদ ছাড়বে ও দুপুর ২ টো নাগাদ পাটনা পৌঁছাবে।
  • আহমেদাবাদ – সুরাট এক্সপ্রেস : আহমেদাবাদ থেকে সকাল ৮ টায় ছাড়বে ও বেলা ১২ টা বেজে ৩০ মিনিটে সুরাট পৌঁছাবে।
  • চেন্নাই – বেঙ্গালুরু ইন্টারসিটি : সকাল ৬ টা বেজে ৩০ মিনিটে চেন্নাই থেকে ছাড়বে ও বেলা ১২ টা নাগাদ পৌঁছাবে বেঙ্গালুরু স্টেশনে।
  • ভোপাল – ইন্দোর এক্সপ্রেস : ভোপাল থেকে সকাল ৭ টা বেজে ৩০ মিনিটে ছাড়বে ও বেলা ১১ টা বেজে ৩০ মিনিটে ইন্দোর পৌঁছাবে।
  • পাটনা – গয়া এক্সপ্রেস : পাটনা স্টেশন থেকে সকাল ৮ টা নাগাদ ছাড়বে ও বেলা ১১ টা নাগাদ গয়া পৌঁছাবে।
  • জয়পুর – আজমের এক্সপ্রেস : সকাল ৯ টা নাগাদ জয়পুরথেকে ছাড়বে ও বেলা ১২ টা নাগাদ আজমের পৌঁছাবে।

আরও পড়ুনঃ মাঝপথে ট্রেন ছেড়ে পালালেন চালক, মাথায় হাত যাত্রীদের

কত টাকা হবে ভাড়া?

যেমনটা জানা যাচ্ছে জেনারেল কোচের মত এই ট্রেনগুলির ভাড়া অনেকটাই কম হবে। জেনারেল কোচের ক্ষেত্রে নূন্যতম ৪০ টাকা থেকে শুরু হবে ভাড়া। আর যদি চেয়ার কার হয় তাহলে নূন্যতম ৮০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত ভাড়া হতে পারে। যদিও সমস্ত ট্রেনের ভাড়া জানা যায়নি তবে আশা করা হচ্ছে জয়পুর দিল্লি থেকে জয়পুরের জন্য জেনারেলে ১৫০ টাকা ও চেয়ার কারে ৩০০ টাকা লাগবে। মুম্বাই থেকে পুনে যাওয়ার ক্ষেত্রে জেনারেল ১২০ টাকা ও চেয়ার কারে ২৫০ টাকা লাগবে। একইভাবে কলকাতা থেকে পাটনা যেতে জেনারেল কোচের ক্ষেত্রে ২০০ টাকা ও চেয়ার কারে ৪০০ টাকা খরচ হবে বলে জানা যাচ্ছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join