১ জুলাই থেকে ভাড়া বাড়াচ্ছে রেল, তালিকায় কোন কোন ট্রেন, জানুন

Published on:

train fare rail fare

সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য রইল বিরাট খবর। এবার নতুন মাস থেকে ট্রেনে সফর করতে পকেট থেকে খসবে অতিরিক্ত টাকা। এমনিতেই ট্রেন বাতিল, ট্রেন দুর্ঘটনা, কিছু নতুন নিয়ম সহ আরও নানা ঘটনাকে কেন্দ্র করে বিরক্ত রেল যাত্রীরা। তার ওপর এবার গোদের ওপর বিষফোঁড়া হতে চলেছে অতিরিক্ত টিকিটের খরচ। আসলে, ভারতীয় রেল ট্রেন টিকিটের ভাড়া (Train Fare) বাড়াতে চলেছে।

ভাড়া বাড়ছে ট্রেনের

এতদিন যেখানে বলা হত ভারতীয় রেলে ভ্রমণ করা একদিকে যেমন আরামদায়ক তেমনই সস্তার। কিন্তু এখন সেই কথাটা বলা ততটাও সহজ হবে না। কারণ হিসেবে জানা গেছে যে বহু বছর পর প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেনের ভাড়া বাড়াতে চলেছে ভারতীয় রেল। ভাড়ার সামান্য বৃদ্ধি আগামী ১ জুলাই, ২০২৫ থেকে কার্যকর হবে।

কতটা বাড়ছে ভাড়া?

সূত্রের খবর, নন-এসি মেইল/এক্সপ্রেস ট্রেনের যাত্রী ভাড়া প্রতি কিলোমিটারে ১ পয়সা বৃদ্ধি করা হবে। এসি ক্লাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ পয়সা বৃদ্ধি করা হবে। তবে একটাই স্বস্তির, ৫০০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণের জন্য লোকাল ট্রেনের টিকিট এবং দ্বিতীয় শ্রেণীর ভাড়া কোনও বৃদ্ধি করা হবে না। ৫০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য, প্রতি কিলোমিটারে আধা পয়সা বৃদ্ধি করা হবে। অতিরিক্তভাবে, মাসিক সিজন টিকিটেও কোনও বৃদ্ধি করা হবে না।

আরও পড়ুনঃ টানা ৩৯ দিন হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন! তালিকা দিল পূর্ব রেল

রিপোর্ট অনুসারে, এর আগে রেলওয়ে টিকিট বুকিংয়ের নিয়ম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিল। এখনও পর্যন্ত, আপনি যদি ট্রেনের টিকিট বুক করেন, তাহলে আপনার যাত্রার মাত্র চার ঘন্টা আগে জানতে পারবেন টিকিটটি নিশ্চিত হয়েছে কিনা। কিন্তু এখন রেলওয়ে একটি নতুন সিস্টেম নিয়ে কাজ করছে। রেলওয়ে জানিয়েছে যে নিশ্চিত আসন সহ চার্টটি যাত্রার ২৪ ঘন্টা আগে প্রকাশ করা হবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥