বিক্রম ব্যানার্জী, কলকাতা: যা নিয়ে এত সমস্যা, সেই পাক অধিকৃত কাশ্মীর এবার ভারতের অংশ হতে চলেছে! মরক্কো সফরে গিয়ে এমনটাই দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh On POK)। সেই সাথে তিনি এও জানিয়েছেন, পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ করতে আলাদাভাবে কোনও আক্রমণের প্রয়োজন হবে না। কারণ, POK এর বাসিন্দারাই ভারতের সাথে যুক্ত হতে চাইছেন।
মরক্কো সফরে গিয়েই বড় বার্তা রাজনাথের
কথা হয়ে গিয়েছিল আগেই। সেই মতো, দুদিনের সফরে রবিবার মরক্কোয় পৌঁছন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে গিয়েই প্রথমে মরক্কোয় বসবাসকারী ভারতীয়দের সাথে দেখা করেন তিনি। সেখানেই, প্রবাসী ভারতীয়দের সাথে কথা বলার সময় রাজনাথ বলে দেন, পাক অধিকৃত কাশ্মীর খুব শীঘ্রই ভারতের সাথে জুড়ে যাবে। কারণ, সেখানকার মানুষই ভারতের সাথে যুক্ত হওয়ার দাবি তুলছেন। তারা আর পাকিস্তানের অধীনে থাকতে চান না!
রাজনাথের কথায়, আজ থেকে 5 বছর আগেই কাশ্মীরে ভারতীয় সেনার এক অনুষ্ঠানে আমি বলে দিয়েছিলাম পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের করতে আলাদা করে আক্রমণের প্রয়োজন পড়বে না। ওই অংশটা এমনিতেই আমাদের হয়ে যাবে। প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, খুব শীঘ্রই এমন দিন আসতে চলেছে যেদিন, পাক অধিকৃত কাশ্মীর বলবে, আমরা ভারতের অংশ।
POK কি আদৌ ভারতের অংশ হবে?
পাক অধিকৃত কাশ্মীরের অংশটিকে চিরকালই ভারতের অবিচ্ছেদ্য অংশ বলেই দাবি করে এসেছে নয়া দিল্লি। গত এপ্রিলে পহেলগাঁও জঙ্গি হামলার পর পাক অধিকৃত কাশ্মীর নিয়ে নয়া দিল্লির দাবি আরও জোরালো হয়। এর আগে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করও স্পষ্ট জানিয়েছিলেন, পাক অধিকৃত কাশ্মীর ভারতের বাইরের অংশ নয়। ওটা আমাদেরই জায়গা। ভারতীয় সংসদের একটি রেজোলিউশনে বলা হয়েছে, পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ।
অবশ্যই পড়ুন: করতে পারেনি কেউ! শাহীনের প্রথম বল উড়িয়ে বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক
উল্লেখ্য, মরক্কোয় পাক অধিকৃত কাশ্মীর নিয়ে নিজের মতামত জানানোর পাশাপাশি সেদেশ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যেও নাম না করে বার্তা দিয়েছেন রাজনাথ। মরক্কোয় সাংবাদিকদের মুখোমুখি হতেই প্রতিরক্ষা মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, আমেরিকা 50 শতাংশ শুল্ক আরোপ করার পরও কেন দ্রুত সিদ্ধান্ত জানিয়ে বিবৃতি দেয়নি নয়া দিল্লি? জবাবে রাজনাথ বলেছিলেন, যাদের বড় মন আছে তারা সব কথার উত্তর দেয় না। বিশ্লেষক মহলের মতে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্য বহন করছে।