বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বছরের 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দির (Ram Mandir) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় সেখানে। এবার সেই রাম মন্দিরের চূড়ায় উত্তোলিত হবে বিশালাকৃতির ধ্বজা। সেই ধ্বজা উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই মতো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি পর্ব। আপাতত যা খবর, আগামী 25 নভেম্বর রাম মন্দিরের ধ্বজা উদ্বোধন অনুষ্ঠান হওয়ার কথা।
কেমন দেখতে সেই ধ্বজা?
হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, রাম মন্দিরের চূড়ায় উত্তোলিত হতে যাওয়া পতাকাটি গৌর বর্ণের। একই সাথে এটি লম্বায় 22 ফুট এবং চওরায় 11 ফুটের কাছাকাছি। এ প্রসঙ্গে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কোষাধক্ষ্য গোবিন্দ দেব গিরি জানিয়েছেন, ‘বাল্মিকী রচিত রামায়ণে সূর্য, ওম এবং কবিদার গাছের প্রতীক সম্মিলিত ওই গেরুয়া পতাকা আগামী 25 নভেম্বর রাম মন্দিরের 161 ফুট উঁচু চুড়ার স্তম্ভের উপর উত্তোলন করা হবে।’
জানা যাচ্ছে, অযোধ্যার রাম মন্দিরে পতাকা উত্তোলন অনুষ্ঠান শুরু হবে 21 নভেম্বর থেকে, পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে 25 নভেম্বর পর্যন্ত। সেদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উত্তলিতে হবে বিশালাকৃতির গৌর বর্ণ ধ্বজাটি। জানা গিয়েছে, এদিন প্রধানমন্ত্রীর পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন RSS প্রধান মোহন ভাগবতও।
ঝড়েও ক্ষতিগ্রস্ত হবে না এই পতাকা
প্রতিবেদন অনুযায়ী, আগামী 21 নভেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত রাম মন্দিরের পতাকা উত্তোলন অনুষ্ঠান তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন অযোধ্যা এবং কাশ্মীরের আচার্যরা। শোনা যাচ্ছে, রাম মন্দিরের একেবারে চূড়ায় অবস্থিত পতাকার যে খুঁটি সেটি 360 ডিগ্রী অ্যাঙ্গেলে ঘূর্ণায়মান বিয়ারিং বল দ্বারা নিয়ন্ত্রণ করা হবে। যার জেরে প্রতি ঘন্টায় ওই পতাকাটি 60 কিলোমিটার বেগে উড়বে।
অবশ্যই পড়ুন: বোলপুরে অজয় নদ থেকে ফের উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, প্রবল ঝরেও ক্ষতিগ্রস্ত হবে না রাম মন্দিরের চূড়ায় স্থান পেতে যাওয়া ওই পতাকা। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, পতাকায় যে ধরনের কাপড় ব্যবহার করা হচ্ছে তার ঝড় সহ্য করার ক্ষমতা ইতিমধ্যেই পরীক্ষা করা হয়েছে। শোনা যাচ্ছে, আগামী 28 অক্টোবর ভবন কমিটির নির্মাণ সভায় ওই পতাকার একটি ডেমো দেখানো হবে। সেখানেই নাকি চূড়ান্ত হবে পতাকায় কোন কাপড় ব্যবহার করা হবে সেই বিষয়টি। বলে রাখি, আগামী মাসের 25 তারিখ পতাকা উত্তোলনের পাশাপাশি সমাপ্তি ঘটবে রাম মন্দির নির্মাণেরও।












