Tata Motors-এ হেড শান্তুনু, রতন টাটার মৃত্যুর ৪ মাস পর গুরুদায়িত্ব পেলেন তাঁর বন্ধু

Published on:

shantanu naidu ratan tata

শ্বেতা মিত্র, কলকাতাঃ ফের একবার চৰ্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন প্রয়াত রতন টাটার (Ratan tata) অনুগত শান্তনু নাইডু। অল্প বয়সে আবারো এক বিরাট মাইলফলক অর্জন করে ফেলল সে। ভারতের একজন খ্যাতনামা ব্যবসায়ী রতন টাটার মৃত্যু গত বছর ৯ অক্টোবর ২০২৪ সালে হয়। এই ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দেয়। সেইসময়ে পুরো দেশে কয়েকদিন ধরে রতন টাটার ব্যাপক আলোচনা হয়েছিল। এই সময় রতন টাটার খুব কাছের মানুষ শান্তনু নাইডুকে নিয়েও কিন্তু কম আলোচনা হয়নি। আপনাদের জানিয়ে রাখি যে শান্তনু নাইডু রতন টাটার একজন বড় সহযোগী। পাশাপাশি তিনি তার বন্ধু ছিলেন। এখন আবারও যুবক শান্তনু নায়ডু বেশ আলোচনার বিষয় হয়ে উঠেছেন। রতন টাটার মৃত্যুর পর এখন শান্তনুকে টাটা মোটরসে একটি বড় দায়িত্ব দেওয়া হয়েছে।

আমাদের সাথে যুক্ত হন Join Now

টাটা মোটরসে বড় দায়িত্ব পেলেন শান্তনু

রতন টাটার মৃত্যুর ৪ মাস পর এখন তার খুব কাছের মানুষ শান্তনু নাইডুকে টাটা মোটরসে জেনারেল ম্যানেজার এবং স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভস হেডের পদ দেওয়া হয়েছে। এই তথ্য নিজেই শান্তনু নায়ডু লিঙ্কডইনে পোস্ট করে জানিয়েছেন। তার পোস্টে শান্তনু নাইডু লিখেছেন যে, “আমি আনন্দিত যে আমি টাটা মোটরসে একটি নতুন শুরু করছি। আমার মনে আছে যখন আমার বাবা তার সাদা শার্ট এবং নেভি প্যান্ট পরে টাটা মোটরস প্ল্যান্ট থেকে বাড়িতে যেতেন এবং আমি জানালায় তার জন্য অপেক্ষা করতাম।”

টাটার উইলেও শান্তনুর নাম

মৃত্যুর পর যখন রতন টাটার উইল প্রকাশিত হয়, তখন শান্তনু নাইডুর নামও এতে অন্তর্ভুক্ত ছিল। তাঁর উইলে বন্ধুত্বের নাম দিয়ে রতন টাটা শান্তনু নাইডুর নেওয়া ব্যক্তিগত ঋণ মকুব করেছিলেন। তিনি তার স্টার্টআপে তার অংশীদারিত্বও ছেড়ে দিয়েছেন।

Whatsapp Broadcast Join Now

আরও পড়ুনঃ বাজেটে নতুন KYC ঘোষণা হতেই আধারের নিয়মে বদল, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের

শান্তনু নাইডু তার গুরুকে শ্রদ্ধা জানিয়েছেন

৯ অক্টোবর, ২০২৪-এ মুম্বাইয়ে কিছু সময়ের জন্য হাসপাতালে ভর্তি থাকার পর রতন টাটার মৃত্যুর পর, নাইডু তার গুরুকে একটি আবেগময় শ্রদ্ধাঞ্জলি শেয়ার করেন। নাইডু দুজনের একসঙ্গে তোলা ছবি পোস্ট করে লেখেন, ‘এই বন্ধুত্ব এখন আমার মধ্যে যে শূন্যতা রেখে গেছে, আমি সেটি পূরণ করার চেষ্টা করতে আমার বাকি জীবন কাটিয়ে দেব। দুঃখ প্রেমের জন্য দেওয়া মূল্য। বিদায়, আমার প্রিয় প্রাকাশস্তম্ভ।’

সঙ্গে থাকুন ➥
X