সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের খাদ্যশস্যের ভান্ডারে নাকি এবার চাল ও গমের পাহাড় জমেছে! হ্যাঁ, এমনটাই জানা যাচ্ছে। আর সেই অতিরিক্ত মজুদ খালি করতেই বিরাট পদক্ষেপ দিল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, এবার একসঙ্গে তিন মাসের রেশন (Ration) তুলে দেওয়ার অনুমতি পাবে রাজ্যগুলি। অর্থাৎ, জুন থেকে আগস্ট মাস পর্যন্ত রেশন বিতরণ হবে মে মাসেই।
কেন নেওয়া হল এরকম সিদ্ধান্ত?
ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার (FCI) গুদামে এখন চাল ও গমের লাট জমেছে। সরকারের হিসেবে দেখা যাচ্ছে, 27 এপ্রিল পর্যন্ত কেন্দ্রীয় ভান্ডারে থাকা খাদ্যশস্যের পরিমাণ ছিল 66.17 মিলিয়ন টন, যা প্রায় গোটা বছরের জন্য যথেষ্ট। কারণ, বছরে মাত্র 60 মিলিয়ন টন শস্য বিলি হয় 800 মিলিয়ন রেশন গ্রাহকের মধ্যে।
এই বিষয়ে FCI-র এর শীর্ষ এক কর্তা জানিয়েছেন, নিয়মিতভাবে আমরা গুদামের জায়গা খালি করতে রাজ্যগুলিকে এবার তিন মাসের রেশন একবারে তুলে নেওয়ার অনুমতি দিচ্ছি। কোভিডের সময়েও একাধিকবার একসঙ্গে 2 মাসের রেশন দেওয়া হয়েছে।
কীভাবে বিলি হয় রেশন?
বর্তমান সময়ে দেশের গরিব পরিবারগুলোর জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে রেশন দেওয়া হয়। জানা যাচ্ছে, প্রতিমাসে প্রায় 3.3 থেকে 3.4 মিলিয়ন টন চাল, 1.5 থেকে 1.6 মিলিয়ন টন গম দেওয়া হয়। এর পাশাপাশি আটাও বিলি করা হয় গরিব মানুষের মধ্যে। আর প্রত্যেক গ্রাহক প্রতিমাসে 5 কেজি করে খাদ্যশস্য পায়।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পাসে পরীক্ষা ছাড়া CISF-এ মোটা বেতনের চাকরি
কবে মিলবে এই তিন মাসের রেশন?
এখনও পর্যন্ত বিভিন্ন সূত্র মারফত যা জানা যাচ্ছে, জুন, জুলাই ও আগস্ট মাসের রেশন রাজ্যগুলি মে মাসেই সংগ্রহ করে রাখতে পারবে। যার শেষ সময়সীমা হতে পারে 31 মে। সঙ্গে অতিরিক্ত কিছুদিনের গ্রেস পিরিয়ডও দেওয়া হতে পারে।
খাদ্য দপ্তরের তথ্য অনুযায়ী, 28 ফেব্রুয়ারি পর্যন্ত তাদের কাছে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট 86 মিলিয়ন টন খাদ্যশস্যের স্টক ছিল। যার মধ্যে 80.21 মিলিয়ন টন শস্য ছিল গুদাম ঘরে। আর এবছর গমের উৎপাদন এবং সংগ্রহ বাড়ার সম্ভাবনা থাকায় আগেভাগেই গুদামের জায়গা খালি করে রাখার প্রয়োজন পড়েছে। সে কারণেই এই পদক্ষেপ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |