৬২৫০ জন মৃত ব্যক্তি ভূত হয়ে তুলছে রেশন! বিরাট দুর্নীতির পর্দা ফাঁস

Published on:

Ration Scam

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার রেশন কেলেঙ্কারির (Ration Scam) বিরাট পর্দা ফাঁস হল। হ্যাঁ, সরকার যে রেশন প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারগুলোকে দিনের পর দিন বিনামূল্যে সাহায্য করে আসছে, সেই প্রকল্পের আড়ালে চলছে কারসাজি। সূত্রের খবর, বহু বছর আগে যারা মারা গিয়েছেন, এমন ব্যক্তিদের নামে লাগাতার এখনও রেশন তোলা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তালিকায় উঠে এল 6250 জনের নাম

সরকারের তদন্তে উঠে এসেছে চমক দেওয়া তথ্য। সূত্রের খবর, রাজস্থানের বিওয়ারা ব্লকের 109 টি গ্রাম পঞ্চায়েতের মোট 6250 জন মৃত ব্যক্তির নামে এখনও পর্যন্ত রেশন তোলা হচ্ছে। হ্যাঁ, তাদের নাম এখনও রেশন কার্ডের তালিকায় রয়েছে। এমনকি যারা বহু বছর আগে মারা গিয়েছেন, তাদের নামেও প্রতিমাসে তোলা হচ্ছে রেশন।

আর এই তথ্য সামনে আছে ই-কেওয়াইসি যাচাইকরণের সময়। কারণ রেশন কার্ডে থাকা পরিবারের সদস্যদের আধার নাম্বার যাচাই করতে গিয়ে দেখা যায় যে, বহু ব্যক্তি দীর্ঘদিন আগে মারা গিয়েছেন। অথচ তাদের নামে এখনও প্রতি মাসে রেশন তোলা হচ্ছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্রশাসনের কড়া পদক্ষেপ

এই ভয়ানক অভিযোগ সামনে আসতেই একেবারে নড়েচড়ে বসেছে প্রশাসন। বিওয়ারা ব্লকের এসডিএম অফিস এবং তহশীলে গোটা দিন ধরে চলেছে ই-কেওয়ায়সি অভিযান। এমনকি ব্লকের 150 টি রেশন দোকানের ডিলার এবং 109 টি গ্রাম পঞ্চায়েতের সচিব একত্রিত বসে মৃত ব্যক্তিদের তালিকা আলাদা করেছেন।

আর এখন এই মৃত বা অনুপস্থিত ব্যক্তিদের নাম রেশন কার্ডের তালিকা থেকে সরিয়ে দেওয়ার কাজ জোরকদমে এগোচ্ছে। এসবিএম গীতাঞ্জলি শর্মা জানিয়েছেন, প্রতিটি রেশন দোকান থেকে গড়ে 50 জন করে মৃত ব্যক্তির নাম খুঁজে পাওয়া গিয়েছে। এমনকি যাদের নাম বহু বছর আগেই মুছে যাওয়ার কথা ছিল।

আরও পড়ুনঃ শুধু সুদ থেকে আয় হবে ৪৪,৬৬৪ টাকা! সেরা সুযোগ দিচ্ছে পোস্ট অফিস

বাধ্যতামূলক করা হল ই-কেওয়াইসি

জনগণ অভিযোগ তুলছে, অনেক রেশন দোকানে বাস্তব জনসংখ্যার চেয়েও অনেক বেশি মানুষ রেশন তুলছে। আর সে কারণে সরকার সিদ্ধান্ত নেয় যে, সমস্ত রেশন কার্ডধারীদের এবং তাদের পরিবারের সদস্যদের আলাদা করে ই-কেওয়ায়সি করতে হবে। প্রথমবার এর শেষ তারিখ দেওয়া হয়েছিল 31 মার্চ, 2025। তবে তা এখন 31 মে পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, জেলার মোট 12,66,997 জন উপভোক্তার ই-কেওয়ায়সি করা এখনও দরকার। আর এর মধ্যে এখনো পর্যন্ত 95% কাজ শেষ হয়েছে বলে খবর। এমনকি গ্রামীণ অঞ্চলে 10.75 লক্ষের মধ্যে 9.12 লক্ষ উপভোক্তার ই-কেওয়ায়সি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আর শহরাঞ্চলে 1.92 লক্ষের মধ্যে 1.70 লক্ষ মানুষের ই-কেওয়ায়সি কাজ শেষ হয়েছে। বাদবাকিদের জন্য জোরকদমে কাজ এগোচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group