কলকাতাঃ রেশন কার্ডে (Ration Card) চাল, গম পাওয়ার নিয়মে বদল আসল নভেম্বর মাস থেকে। এবার আগের তুলনায় মিলবে অনেক কম চাল। তবে আগের থেকে গম বেশি দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। ১ নভেম্বর থেকেই নতুন নিয়ম লাগু করেছে সরকার। তাই রেশনে যাওয়ার আগে জেনে নিন এ মাস থেকে কি কি কতটা করে মিলবে।
কেন্দ্র সরকারের তরফ থেকে ১ নভম্বর থেকেই রেশনের নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এর আগে সরকারের তরফে প্রতিটি রেশন কার্ডে মাসে ৩ কেজি চাল ও ২ কেজি গম দেওয়া হত। কিন্তু এবার সেই নিয়মে পরিবর্তন এনে দুটোই সমপরিমাণে করা হয়েছে।
রেশন কার্ডে কতটা চাল, গম মিলবে?
রেশন কার্ডে এর আগে গ্রাহকরা ২ কেজি করে গম পেতেন। এবার থেকে ২ কেজির বদলে ২.৫ কেজি গম দেওয়া হবে। এছাড়াও ৩ কেজি চাল দেওয়া হত। এবার থেকে ৩ কেজি চালের বদলে ২.৫ কেজি চাল দেওয়ার ঘোষণা করা হয়েছে। অন্ত্যোদয় রেশন কার্ডে এর আগে মাসে ১৪ কেজি গম ও ৩০ কেজি করে চাল দেওয়া হত। এবার থেকে ১৭ কেজি গম ও ১৮ কেজি করে চাল দেওয়া হবে।
সেই করোনার সময় থেকেই কেন্দ্র সরকার রেশন কার্ডে বিনামূল্যে সামগ্রী দেওয়া ঘোষণা করেছিল। কেন্দ্রের প্রধানমন্ত্রী অন্য যোজনার মাধ্যমে বর্তমানে দেশের ৮০ কোটি মানুষ বিনামূল্যে রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী পাচ্ছেন। গোটা বিশ্বে ভারতেই প্রথম দেশের মানুষদের মধ্যে এভাবে বছরের পর বছর ধরে বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হচ্ছে। বেশ কয়েকবার এই প্রকল্প বন্ধ হওয়ার জল্পনা উঠেছিল। কিন্তু কেন্দ্র সরকার গরিবদের স্বার্থে এখনও এই প্রকল্প চালিয়ে যাচ্ছে।