সহেলি মিত্র, কলকাতাঃ অক্টোবর মাস শেষ হতে মাত্র আর কয়েকদিন বাকি, ব্যস তারপরেই শুরু হবে নভেম্বর মাস। এদিকে আপনারও যদি ব্যাঙ্ক সংক্রান্ত কিছু কাজ সামনের নভেম্বর মাসে করবেন বলে ভেবে থাকেন তাহলে আপনার জন্য রইল খারাপ খবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র তরফে জানানো হয়েছে, নভেম্বর মাসে ১২ দিন ব্যাঙ্ক বন্ধ (November Bank Holiday) থাকবে। এর মধ্যে রয়েছে কিছু শনিবার এবং রবিবার। চলুন আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
নভেম্বর মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
- ১ নভেম্বর বেঙ্গালুরুতে কন্নড় রাজ্যোৎসব এবং দেরাদুনে ইগাস-বাঘওয়ালের কারণে ব্যাংক বন্ধ থাকবে।
- ২ নভেম্বর রবিবার ব্যাঙ্কে সারা দেশজুড়ে সাপ্তাহিক ছুটি থাকবে।
- ৫ নভেম্বর, গুরু নানক জয়ন্তী এবং কার্তিক পূর্ণিমা রয়েছে, ফলে এই দিনে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে। তবে ওড়িশা এবং তেলেঙ্গানা ছাড়া কোনও রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে না।
- এরপর ৭ নভেম্বর, ওয়াঙ্গালা উৎসবের কারণে শিলংয়ে ব্যাংক বন্ধ থাকবে।
- ৮ নভেম্বর দ্বিতীয় শনিবার পড়েছে, তাই সারা দেশে ছুটি থাকবে, তবে বেঙ্গালুরুতে কনকদাস জয়ন্তীও রয়েছে, তাই সেখানেও ব্যাংক বন্ধ থাকবে।
- এছাড়াও, রবিবারের কারণে ২, ৯, ১৬, ২৩ এবং ৩০ নভেম্বর সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে।
- ১১ নভেম্বর হাবাব দুচেন থাকায় সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২২ শে নভেম্বর চতুর্থ শনিবার, তাই ওই দিনটিও ছুটির দিন হবে।
- ২৩ নভেম্বর রবিবার হওয়ায় সমগ্র দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- এরপর ২৫ নভেম্বর পাঞ্জাবের গুরু তেগ বাহাদুরের শহীদ দিবস থাকায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ৩০ নভেম্বর রবিবার থাকায় সমগ্র দেশে ব্যাঙ্কের দরজা জন সাধারণের জন্য বন্ধ থাকবে।
অনলাইন ব্যাঙ্কিং করতে পারেন
এই ছুটির দিনগুলি আপনার ব্যাংকিং কার্যক্রমের উপর প্রভাব ফেলতে পারে। যদি আপনার চেক জমা দিতে হয়, আপনার পাসবুক আপডেট করতে হয়, অথবা নগদ সম্পর্কিত কোনও কাজ করতে হয়, তাহলে শাখায় তা সম্ভব হবে না। যদিও চিন্তা নেই, এর কারণ অনলাইন ব্যাংকিং, মোবাইল অ্যাপ এবং এটিএম সবসময় কাজ করবে।












