নভেম্বর মাসে টানা ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! ছুটির তালিকা প্রকাশ RBI-র

Published on:

november bank holiday

শ্বেতা মিত্র, কলকাতাঃ হাতে মাত্র আর কয়েকটা দিন, ব্যস তারপরেই চলে আসবে নভেম্বর মাস। আর নভেম্বর মাস মানেই হল একের পর এক ছুটির দিন। স্কুল, কলেজ থেকে শুরু করে সরকারি কর্মীদের হবে পোয়া বারো। তবে আপনারও কি ব্যাঙ্কে কোনও জরুরি কাজ করা বাকি রয়েছে? আসন্ন নভেম্বর মাসে করবেন ভাবছেন? তাহলে দেরি না করে অক্টোবর মাসেই সব কাজ সেরে নিন। কারণ সামনের মাসে টানা এবার ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। হ্যাঁ ঠিকই শুনেছেন।

টানা ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক | Bank holiday |

প্রতি মাসের মতো নভেম্বর মাসেরও হলিডে লিস্ট জারি করেছে RBI। আর এই ছুটির লিস্ট দেখে সকলেরই চোখ রীতিমতো কপালে উঠেছে। আরবিআই প্রতি মাসেই ছুটির তালিকা প্রকাশ করে। সেই অনুযায়ী এবার নভেম্বর মাসে মোট ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি। যার মধ্যে শনি ও রবিবারের ছুটি অন্তর্ভুক্ত রয়েছে। আপনি যদি না চান বিপদে পড়তে তাহলে জেনে রাখুন কোন কোন দিন ছুটি থাকবে। বিশেষ করে আপনিও যদি কলকাতা তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে বাংলায় কবে ব্যাংক বন্ধ থাকবে সেটাও জেনে নিন।

এক নজরে ছুটির তালিকা

১ নভেম্বর- দীপাবলি, অমাবস্যা এবং কন্নড় রাজ্যোৎসব উপলক্ষে কর্ণাটক ও আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২ নভেম্বর- দীপাবলি (বলি প্রতিপদা)-র কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

৩ নভেম্বর- ভাই দুজ বা ফাইফোঁটা উপলক্ষে রবিবার দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৭ নভেম্বর – ছট পুজো উপলক্ষে সন্ধ্যা অর্ঘ্য দেওয়া হবে এবং রাঁচি ও পাটনায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৮ নভেম্বর- ভেঙ্গালার কারণে মেঘালয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ছট পুজোর জন্য রাঁচি, পটনায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৯ নভেম্বর- মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১০ নভেম্বর – রবিবার ব্যাঙ্কে নিয়মিত ছুটি থাকবে।

১২ নভেম্বর- এগাস বাগওয়ালের কারণে দেরাদুনে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৫ নভেম্বর- গুরু নানক জয়ন্তী উপলক্ষে বেলাপুর, আইজল, ভুবনেশ্বর, জম্মু, নাগপুর, চণ্ডীগড়, ভোপাল, ইটানগর, দেরাদুন, জয়পুর, তেলেঙ্গানা, হায়দরাবাদ, কানপুর, জয়পুর, জয়পুর, কলকাতা, নয়াদিল্লি, রাঁচি, মুম্বই, কোহিমা, সিমলা, শ্রীনগর, লখনউতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৭ নভেম্বর- রবিবার হওয়ায় গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৮ নভেম্বর- কনকদাস জয়ন্তীর কারণে বেঙ্গালুরুতে ছুটি থাকবে।

২৩ নভেম্বর- চতুর্থ শনিবার হওয়ায় সারাদেশে ব্যাঙ্কে ছুটি থাকবে।

২৪ নভেম্বর- রবিবার সারাদেশে ব্যাঙ্কে ছুটি থাকবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥