পোস্ট অফিসে স্পিড পোস্টের সাথে মিশে যাচ্ছে রেজিস্ট্রি পোস্ট

Published:

Updated:

Registry Post
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে বিদায় নিতে চলেছে ১২৭ বছরের ঐতিহ্যবাহী রেজিস্ট্রি পোস্ট! বহু আলোচনার পর কোনো সমাধান না মেলায় শেষ পর্যন্ত উঠেই যেতে চলেছে রেজিস্ট্রি পোস্ট। ইতিমধ্যেই এই প্রসঙ্গে জরুরি নির্দেশিকা জারি করেছে ডাক বিভাগ। জানা গিয়েছে স্পিড পোস্টের সঙ্গে এই রেজিস্ট্রি পোস্ট সংযুক্ত করা হতে চলেছে।

জরুরী নির্দেশিকা ডাক বিভাগের

আনন্দাবাজারের রিপোর্ট অনুযায়ী সম্প্রতি ডাক বিভাগের তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছে যে আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে বন্ধ হয়ে যাচ্ছে চিঠি বা নথি পাঠানোর ১২৭ বছরে পুরনো রেজিস্ট্রি পোস্ট পরিষেবা। আসলে ডাক বিভাগের কর্মদক্ষতা আরো অত্যাধুনিক করতে, খরচ কমাতে এবং গ্রাহকদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে রেজিস্ট্রি পোস্টকে স্পিড পোস্টের সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ একজন থেকে গ্রাহকরা দ্রুত চিঠি বা নথি পাঠানোর পরিষেবা হিসেবে শুধুমাত্র স্পিড পোস্টই করতে পারবেন। ইতিমধ্যেই সংশ্লিষ্ট সব বিভাগে বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে।

Registry Post

পরিষেবা বাতিল নিয়ে ক্ষোভ গ্রাহকদের

শতাব্দপ্রাচীন রেজিস্ট্রি পোস্ট বন্ধ হয়ে যাওয়া নিয়ে বিগত কয়েকদিন ধরেই ডাক কর্মী এবং গ্রাহকদের একাংশ আপত্তি তুলেছিল। আসলে রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে প্রাপকের হাতে সরাসরি চিঠি বা নথি পৌঁছয়। কিন্তু স্পিড পোস্টে বাড়ির যে কেউ তা নিতে পারেন। যার ফলে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি থাকে। শুধু তাই নয়, রেজিস্ট্রি পোস্টে ন্যূনতম খরচ হয় ২২ টাকা। কিন্তু দুরত্ব অনুযায়ী স্পিড পোস্টে লাগে ন্যূনতম ৪০-৪১ টাকা। ফলস্বরূপ খরচ বাড়বে প্রায় দ্বিগুণ। এদিকে দিনের পর দিন রেজিস্ট্রি পোস্টের ব্যবহার কমে যাওয়ার ফলে বেজায় চিন্তায় ডাক বিভাগ।

আরও পড়ুন: ১৭ বছর পর রায়! মালেগাঁও বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস সাধ্বী প্রজ্ঞা-সহ সকল অভিযুক্ত

ডাক বিভাগের কর্তাদের মতে রেজিস্ট্রি পোস্ট বাতিলের সিদ্ধান্ত যথাযথ। কারণ অনেক ক্ষেত্রেই গ্রাহকদের স্পিড পোস্ট ব্যবহার করতে দেখা যায়, রেজিস্ট্রি পোস্ট হয় খুব কম। তাই সেক্ষেত্রে দুই পরিষেবাকে যুক্ত করে স্পিড পোস্ট চালু রাখা সঠিক সিদ্ধান্ত। এতে একদিকে যেমন এই পন্থা অত্যাধুনিক হবে এবং অন্যদিকে এটি বেশ দ্রুতগতিসম্পন্ন হবে। এমনকি খরচও বেশি হবে না।

আরওIndia Post
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join