IRCTC কে টেক্কা দিতে মাঠে নামলো মুকেশ আম্বানি, চালু করলো Jio Rail App

Published on:

Jio Rail App

এবার ভারতীয় রেল নেটওয়ার্কে গ্র্যান্ড এন্ট্রি নিতে চলেছেন ভারতের ধনকুবের ব্যবসায়ী মুকেশ আম্বানি। ইতিমধ্যে টেলিকম সেক্টরে বিপ্লব এনেছে রিলায়েন্স জিও। এখন জিও-র কোটি কোটি গ্রাহক রয়েছে দেশে। তবে এবার এই জিও আনল আরও একটি অ্যাপ, যার দরুণ রেল যাত্রীর অনায়াসেই ট্রেনের টিকিট বুক করতে সক্ষম হবেন। কী শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই একদম সত্যি।

WhatsApp Community Join Now

আসলে ২০১৯ সালে মুকেশ আম্বানির কোম্পানি Jio Rail App এনেছিল। এই অ্যাপ ব্যবহার করে রেল যাত্রীরা ট্রেনের একদম কনফার্ম টিকিট পেয়ে যাবেন। তবে এখানে একটি বিষয় রয়েছে যেটি সম্পর্কে সকলের জেনে রাখা জরুরি বৈকি। আপনার ফোনে যদি শুধুমাত্র ভোডাফোন-আইডিয়া এয়ারটেল কিংবা বিএসএনএল সিম থাকে তাহলে আপনি এই Jio Rail App ব্যবহার করতে পারবেন না।

শুধুমাত্র জিও ফোন ব্যবহারকারীরাই ব্যবহার করেন। এই অ্যাপটিতে আপনি অনেক বিশেষ ফিচার পাবেন, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল টিকিট বুকিংয়ের জন্য আপনাকে অন্য কোনও জায়গায় যেতে হবে না। এই অ্যাপেই আপনি টিকিট বুক থেকে শুরু করে পিএনআর স্ট্যাটাস পর্যন্ত সবকিছু দেখতে পারবেন। এই অ্যাপের জন্য আইআরসিটিসি-র সঙ্গে হাত মিলিয়েছে জিও।

এখন নিশ্চয়ই ভাবছেন যে কীভাবে এই অ্যাপ ব্যবহার করবেন? তাহলে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

১) আগে আপনাকে Jio Rail App-টি ডাউনলোড করতে হবে।
২) এরপর Jio Phone -এ থাকা ‘Jio Rail App’-এ যেতে হবে।
৩) অ্যাপে যাওয়ার পর আপনাকে স্টেশন নির্বাচন করতে হবে অর্থাৎ কোন স্টেশন থেকে আপনি ভ্রমণ শুরু করবেন সেটা।
৪) এর পরে, আপনাকে একটি তারিখ বেছে নিতে হবে। এই সব বাছাই করার পরে, আপনাকে ট্রেন এবং আসন নির্বাচন করতে হবে।

সঙ্গে থাকুন ➥