লক্ষীর ভান্ডারের থেকেও কম পেনশন! কেন্দ্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ৩৬ লক্ষাধিক প্রবীণদের

Published on:

central government pays less than rs pension to more than 36 lakh retired employees

শ্বেতা মিত্র, কলকাতাঃ বছর শেষ হওয়ার আগেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। কেউ হয়তো ভাবতেও পারেননি এমন অভিযোগও উঠতে পারে। আসলে কেন্দ্রের বিরুদ্ধে কম পেনশন দেওয়ার অভিযোগ তুলেছে খোদ ইপিএফ দফতর (Employees Provident Fund Organisation)। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। এমনিতে সরকারি খাতায় কলমে ১০০০ টাকা করে পেনশন দেওয়ার নিয়ম থাকলেও পেনশন প্রাপকরা যে টাকা পাচ্ছেন সেটি সম্পর্কে শুনতে আপনিও আকাশ থেকে পরবেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পেনশন নিয়ে বড় খবর

এমনিতে সমস্ত কর্মচারীদের একটি কর্মচারী প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) অ্যাকাউন্ট রয়েছে, যা কর্মচারী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) দ্বারা পরিচালিত হয়। এটি এক ধরণের সঞ্চয় প্রকল্প হিসাবে বিবেচিত হয়, যেখানে প্রতি মাসে কর্মচারীদের বেতনের ১২% তাদের ইপিএফ অ্যাকাউন্টে জমা হয়। এর পাশাপাশি তার কোম্পানির পক্ষ থেকেও একই অবদান রাখা হয়। এই চাঁদা দুই ভাগে বিভক্ত- ৮ দশমিক ৩৩ শতাংশ যায় পেনশন ফান্ডে (ইপিএস) এবং বাকি ৩.৬৭ শতাংশ যায় পিএফ অ্যাকাউন্টে। তবে লক্ষ লক্ষ পেনশন প্রাপক অনেক কম পেনশন পাচ্ছেন বলে অভিযোগ।

আগে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল যে পিএফ গ্রাহকদের ন্যূনতম পেনশন ১০০০ টাকা করে দেওয়া হবে। তবে অভিযোগ, ১০০০ টাকা তো দূর, কেউ কেউ ৩০০ টাকা তো আবার কেউ কেউ ৫০০ টাকা করে পাচ্ছেন। স্বভাবিকভাবেই এহেন ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্রই।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মিলছে কম পেনশন

পেনশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আর্থিক রিপোর্ট প্রকাশ করেছে ইপিএফও। আর এই ইপিএফও রিপোর্ট দেখেই চোখ কপালে উঠেছে সকলের। রিপোর্ট অনুযায়ী দেশে হু হু করে পেনশন প্রাপকের সংখ্যা বাড়ছে। এদিকে ভারতে ২০২৪ সালে মার্চ মাস অবধি পিএফ-এর আওতায় সাড়ে ৭৮ লক্ষেরও বেশি মানুষ পেনশন পেয়েছেন। তবে সবথেকে চমকে দেওয়ার মতো বিষয় হল, এদের মধ্যে ৩৬ লক্ষেরও বেশি মানুষ ১০০০ টাকারও কম পেনশন পেয়েছেন। যে কারণে সকলেই এখন কেন্দ্রের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উড়ে দিয়েছেন অনেকেই ইতিমধ্যে বলতে শুরু করেছেন এরকম টাকায় কোনদিনই ঘর চলতে পারে না। এক কথায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন লক্ষ লক্ষ মানুষ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group