মাটি খুঁড়তেই জেগে উঠল পৌরাণিক সরস্বতী নদী, অনর্গল বেরোচ্ছে জল, ভাইরাল ভিডিও

Published:

lost river saraswati resurfaced in rajasthan viral video
Follow

পার্থ সারথি মান্না, কলকাতাঃ মরুভূমি মানে যতদূর চোখ যায় শুধু বালি আর বালি এই ছবিটাই জানে সবাই। তবে এবার একেবারে উল্টো ছবি দেখা গেল। জলে ভেসে যাচ্ছে মরুভূমি, ফোয়ারার মত মাটি ফুঁড়ে বেরোচ্ছে জল। ভাবছেন কোনো গল্প কথা? একেবারেই না, বাস্তবেই এমনটা হয়েছে রাজস্থানে। যার জেরে রীতিমত শোরগোল পরে গিয়েছে। ইতিমধ্যেই একটি ভিডিও প্রকাশ পেয়েছে যা নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে।

মরুভূমির মাটি ফুঁড়ে বেরোলো জল

যেমনটা জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়সলমেরের তারাগড় নামক এক গ্রামে। সেখানে টিউবওয়েল তৈরির জন্য মাটি খোঁড়া হচ্ছিল। সেই সময়ই সমস্যা হয়। রীতিমত মাটি ফেটে ফোয়ারার মত জল বেরোতে থাকে। এতটাই স্পিডে জল বেরোতে শুরু করে যে কিছুক্ষণের মধ্যেই চারিদিকে জল হয়ে মরুভূমির মাঝেই জলাশয়ের মত সৃষ্টি হয়। ঘটনার বেশ কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন এক ব্যক্তি।

জেগে উঠেছে হাজার বছর পুরোনো নদী?

ভিডিও আসার পরেই হু হু করে ভাইরাল হয়ে পড়েছে সেটি। অনেকেই সেটা দেখে বলেছেন মরুভূমিতে হাজার হাজার বছর আগে চাপা পরে যাওয়া সরস্বতী নদী আবারো জেগে উঠেছে। আসলে ঋক বেদে মরুভূমি দিয়ে বয়ে যাওয়া সরস্বতী নদীর উল্লেখ পাওয়া গিয়েছে। যাকে ‘নদীতমা’ বা শ্রেষ্ঠ যদি বলেও উল্লেখ করা হয়েছে। জানা যায় আজ থেকে প্রায় ৫০০০ বছর আগে নাকি নদীটি শুকিয়ে গিয়েছিল। এবার হটাৎ করে মাটি ফুঁড়ে জল বেরিয়ে আসতেই নেটিজেনদের ধারণে পৌরাণিক সময়ের নদীই জেগে উঠেছে।

কি বলছেন বৈজ্ঞানিকেরা?

নেটিজেনরা পৌরাণিক যদি জেগে উঠেছে বললেও বৈজ্ঞানিকেরা কিন্ত এক্ষেত্রে একমত নন। গবেষকদের মতে, এই জল আসলে মাটির নিচে থাকা জলই। বেলে পাথরের পুরু আস্তরণের নিচেই দীর্ঘদিন ধরে আটকে ছিল এই ভুগর্ভস্ত জল। তাই স্বতঃস্ফূর্ত ভাবেই ফোয়ারার মত বেরিয়ে এসেছে। হয়তো বেশ কিছুদিন এমনটা বজায় থাকবে তবে ধীরে ধীরে জল বেরোনো বন্ধ হয়ে যাবে বলেই জানান বিজ্ঞানীরা। রবিবার বিজ্ঞানীদের কথা সত্যি করে তেমনটাই হয়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join