Indiahood-nabobarsho

নগদ ৪০ লক্ষ, ৮৯টি ল্যাপটপ মেট্রোতে ফেলে গেলেন যাত্রীরা, কীভাবে পাওয়া যাবে ফেরত?

Published on:

dmrc delhi metro

শ্বেতা মিত্র, কলকাতা: মেট্রোকে যে কোনো শহরের লাইফলাইন বলা হয়। রাজধানী দিল্লির সেটার ব্যতিক্রম নয়। দিল্লিবাসীর লাইফলাইন বলা হয় দিল্লি মেট্রোকে (Delhi Metro)। প্রতিদিন এই দিল্লি মেট্রোর ওপর ভরসা করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। কিন্তু ২০২৪ সালে মেট্রোয় যাতায়াতকারী যাত্রীদের ফেলে যাওয়া লাগেজের তালিকা সবাইকে অবাক করে দিয়েছে। আপনিও কি এই বিষয়ে জানতে ইচ্ছুক? তাহলে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মেট্রোতে পড়ে লক্ষাধিক টাকার জিনিস!

দিল্লি মেট্রো রেল কর্পোরেশন প্রকাশিত তথ্য অনুসারে, যাত্রীরা ২০২৪ সালে মেট্রোতে ৪০ লক্ষ টাকারও বেশি নগদ, ৮৯ টি ল্যাপটপ, ১৯৩ টি মোবাইল ফোন এবং ৯ টি মঙ্গলসূত্রের মতো মূল্যবান জিনিসপত্র ফেলে গিয়েছেণ। DMRC আধিকারিকদের মতে, ২০২৪ সালে মেট্রো স্টেশন এবং ট্রেনগুলিতে ফেলে যাওয়া লাগেজের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

তালিকা দেখলে চমকে যাবেন

৪০ লক্ষ টাকার বেশি নগদ: যাত্রীদের রেখে যাওয়া অর্থ পৌঁছয় ডিএমআরসি-র ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ বিভাগে। এর পাশাপাশি মেট্রো অধিকারিকরা পেয়েছেন ৮৯টি ল্যাপটপ ও ১৯৩টি মোবাইল ফোন, নয়টি মঙ্গলসূত্র। প্রায়শই তাড়াহুড়ো কিংবা ভুলে যাওয়ার স্বভাব থেকে মানুষ জিনিস নিতে ভুলে যান। এছাড়াও রয়েছে ব্যাগ, আইডি কার্ড, গগলস, ঘড়ি, জুতো, নানা ধরনের পোশাক। এগুলি অবশ্য ফেলে দেওয়া হয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

 কী হয় এই জিনিসগুলির?

ডিএমআরসির ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ পরিষেবা এই জাতীয় জিনিসগুলি নিজেদের জিম্মায় রাখে। কোনো যাত্রী তার লাগেজ ভুলে গেলে তা ফেরত পেতে ডিএমআরসির সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে পারেন। তবে অনেক সময় সব জিনিস তাদের প্রকৃত মালিকের কাছে পৌঁছায় না।

ডিএমআরসি কর্মকর্তারা জানিয়েছেন যে যাত্রীদের পরিচয়ের ভিত্তিতে কিছু লাগেজ ফেরত দেওয়া হয়েছিল, তবে প্রচুর সংখ্যক জিনিস এখনও কারও দাবির অপেক্ষায় রয়েছে। যেসব নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ফেরত দেওয়া যেত না, সেগুলো নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে জমা হয়। ফলে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার সময় তাদের লাগেজের যত্ন নিতে এবং স্টেশনে নামার আগে দু’বার পরীক্ষা করার জন্য অনুরোধ করেছে। কোনও লাগেজ খোয়া গিয়ে থাকলে, অবিলম্বে ডিএমআরসি হেল্পলাইন বা নিকটস্থ স্টেশনে যোগাযোগ করুন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group