বড় সুযোগ ভারতের, ৫ বছরে ৩০ লক্ষ কর্মী নিয়োগ করতে চায় রাশিয়া! নেপথ্যে বড় কারণ

Published:

Russia Hiring Indian Workers to fill gaps of worker shortages-bkm
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দক্ষ কর্মীর অভাবে ধুঁকতে হতে পারে রাশিয়াকে। ইতিমধ্যেই দেশটির শ্রম মন্ত্রণালয় পূর্বাভাস দিতে গিয়ে জানিয়েছে, আগামী 5 বছরের মধ্যে রাশিয়ায় বিপুল কর্মী সংকট দেখা দেবে। সে কারণেই এবার দক্ষ কর্মীর খোঁজ শুরু করতে চলেছে পুতিনের দেশ। আপাতত যা খবর পাওয়া যাচ্ছে, 2030 সালের মধ্যে কিছু না হলেও অন্তত 31 লক্ষ কর্মী প্রয়োজন হবে ভারতের বন্ধুর। আর সে কারণেই এবার মোদির দেশেই ভরসা রাখছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির (Russia Hiring Indian Workers)।

রাশিয়ায় দক্ষ কর্মী সংকটের কারণ

ইউক্রেনের বিরুদ্ধে ক্রমাগত যুদ্ধের কারণেই রাশিয়ায় কমেছে দক্ষ কর্মীর সংখ্যা। রিপোর্ট বলছে, ইউক্রেনের ভয়াবহ যুদ্ধের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাশিয়ার। ক্রমাগত সংঘাতের কবলে পড়ে মৃত্যু হয়েছে অসংখ্য সাধারণ কর্মীর। যার কারণে পুতিনের দেশের কর্মক্ষম জনসংখ্যা অনেকটাই কমেছে। 2025 সালের জুনের শুরুতে প্রকাশিত একটি সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যখন পুরো দমে যুদ্ধ চলছিল সেই সময়ে রুশ সেনায় হতাহতের সংখ্যা ছিল প্রায় 10 লক্ষ। এদিকে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ পূর্বাভাস দিয়ে জানিয়েছে আগামী বছরগুলিতে এই যুদ্ধ চলতে থাকলে কমবেশি 10 লক্ষ রাশিয়ান মৃত্যুবরণ করবেন।

রাশিয়ায় নানা ক্ষেত্রে কাজ করার সুযোগ পাবেন ভারতীয় কর্মীরা

বিভিন্ন বৈদ্যুতিক ও প্রযুক্তি সংস্থাগুলিতে কর্মীদের ঘাটতি মেটাতে এবার ভারতীয় দক্ষ কর্মীদের নিয়োগ করবে বলেই ঠিক করেছে রাশিয়া। এ প্রসঙ্গে রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার দেশটির সংবাদ সংস্থা তাসের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, রাশিয়ায় দক্ষ কর্মীর বিপুল চাহিদা রয়েছে। ঠিক বিপরীতে ভারতে দক্ষ কর্মীর অভাব নেই। ফলে, সমস্ত নিয়ম কানুন মেনে ভারতীয়দের নিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে রাশিয়া।

রিপোর্ট বলছে, বন্ধু ভারতের সাথে একটি চুক্তির ভিত্তিতে চলতি বছরেই প্রায় 10 লক্ষ ভারতীয় কর্মীকে কাজে নিয়োগ করবে রাশিয়া। রাশিয়ার সংবাদ মাধ্যম জানাচ্ছে, প্রধানত নির্মাণ ও বস্ত্র শিল্পের শ্রমিক হিসেবেই এই 10 লক্ষ ভারতীয়কে কাজে রাখা হবে। এ বিষয়ে কথা বলতে গিয়ে উড়াল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রধান আন্দ্রে বেসেদিন সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন, চলতি বছরের শেষের দিকে ভারত থেকে এই 10 লক্ষ কর্মীকে রাশিয়ায় নিয়ে আসা হবে।

হিসেব বলছে, ভারত থেকে বিপুল সংখ্যক কর্মী রাশিয়ায় যাওয়ার কারণে চাপ বাড়বে দূতাবাসের উপর। সে প্রসঙ্গে রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় জানিয়েছেন, ভারতীয়দের কথা ভেবে রাশিয়ায় আরও বেশি করে নতুন ভারতীয় দূতাবাস খোলা হবে। তাদের যাবতীয় সাহায্যের জন্য আমরা সবসময় তৈরি থাকি। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, রাশিয়ায় ভারতীয় কর্মী নিয়োগের সংখ্যাটা বছর বছর বাড়বে বই কমবে না। শুধু তাই নয়, মোটা বেতন দিয়েই ভারত থেকে যাওয়া কর্মীদের কাজে রাখবে রুশ সরকার।

অবশ্যই পড়ুন: প্যান্ট কেনার টাকা নেই? পুতিনের সাথে বৈঠকে হাসির খোরাক পাক প্রধানমন্ত্রী! ভিডিও ভাইরাল

সুযোগ কাজে লাগাতে হবে ভারতকে

বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক সংক্রান্ত গাজোয়ারির কারণে দিল্লি-ওয়াশিংটন সম্পর্কে অনেকটা ছেদ পড়ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, ভারত নিজের অবস্থানে অনড় থাকলে আমেরিকা স্বার্থের কথা ভেবে আরও চাপ বাড়াবে। একটা সময় পৌঁছে দুই দেশের সম্পর্কে পুরোপুরি চিড় ধরলে তার প্রভাব গিয়ে পড়বে আমেরিকায় নিযুক্ত ভারতীয়দের উপর।

বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, শুল্ক সংঘাত অব্যাহত থাকলে অতিরিক্ত মূল্য দিয়ে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের রাখতে রাজি হবে না ডোনাল্ড ট্রাম্পের সরকার। তাই রাশিয়ায় দক্ষ কর্মীর অভাবকে কাজে লাগিয়ে সুযোগের সদ্ব্যবহার করতে হবে ভারতকে। বহু আন্তর্জাতিক বিশেষজ্ঞের দাবি, আমেরিকার সাথে সম্পর্ক একেবারে নিম্ন পর্যায়ে গিয়ে দাঁড়ালে দক্ষ এবং মেধাবী ভারতীয়দের বাঁচাবে রাশিয়া।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join