চাকরির ঝাঁপি খুলে দিল SBI, অজস্র পদে নিয়োগ ব্যাঙ্কে! মিলবে ভালো মাইনেও

Published on:

SBI Jobs recruitment

কলকাতাঃ ভালো করে পড়াশোনা করে সরকারি চাকরি করার স্বপ্ন কার না থাকে। আপনারও আছে নিশ্চয়ই। তারওপর যদি ব্যাংকে চাকরি হয় তাহলে তো কোনো কথাই নেই। ফলে এবার বেকার যুবক যুবতী, সর্বোপরি বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ব্যাংকের চাকরি খুঁজছিলেন তাঁদের জন্য বড় সুখবর দিয়েছে দেশের সবথেকে বড় সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই ব্যাংকের একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। আবেদনের শেষ তারিখ ২৮ জুন, ২০২৪।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পদের নাম ও সংখ্যা

বিজ্ঞপ্তি অনুযায়ী,  স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন শাখায় ট্রেড ফিনান্স অফিসার নিয়োগ করা হবে। মোট ১৫০টি পদে লোক নেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

এখন নিশ্চয়ই ভাবছেন যে SBI- এর ট্রেড ফিনান্স অফিসার পদে চাকরি পেতে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে? তাহলে জানিয়ে রাখি, প্রার্থীদের  আইআইবিএফ-এর ফরেক্সে একটি সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি আবেদনকারীদের ট্রেড ফাইন্যান্স প্রসেসিংয়ে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বয়সসীমা

আপনিও যদি উল্লেখিত পদে চাকরি করতে ইচ্ছুক হয়েছে থাকেন তাহলে আপনার বয়স ২৩ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি

ট্রেড ফিনান্স অফিসার পদে আবেদন করার জন্য, জেনারেল, অন্যান্য অনগ্রসর শ্রেণিরে প্রার্থীকে আবেদন ফিরে হিসেবে ৭৫০ টাকা দিতে হবে। যদিও তফসিলি জাতি, তফসিলি উপজাতি বা বিশেষভাবে সক্ষম প্রার্থীদের এই আবেদন ফি দিতে হবে না।

কিভাবে আবেদন করবেন

১) প্রথমে https://recruitment.bank.sbi/crpd-sco-2024-25-5/apply এই ওয়েবসাইটে যেতে হবে আবেদনকারীকে।

২) এরপর ‘career’ অপশনে ক্লিক করতে হবে।

৩) পরবর্তী ধাপ হিসেবে “Latest Announcements” বিকল্পে যেতে হবে।

৪) এরপর “RECRUITMENT OF SPECIALIST CADRE OFFICERS ON REGULAR BASIS ADVERTISEMENT NO: CRPD/SCO/2024-25/05.” যেতে হবে।

৫) এরপরে “APPLY ONLINE” অপশন বেছে নিতে হবে আবেদনকারীকে।

৬) এরপর স্ক্রিনে থাকা সমস্ত তথ্য পূরণ করার নিজেকে রেজিস্ট্রেশন করুন।

৭) এরপর আবেদন ফি প্রদান করুন।

৮) নিজের কাছে আবেদনপত্রের একটা কপি রেখে দিন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group