প্রীতি পোদ্দার, কলকাতা: বহু তর্ক বিতর্কের আবহের মাঝেই অবশেষে লোকসভা এবং রাজ্য সভায় ওয়াকফ আইন (Waqf Amendment Act) পাশ করিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু বিতর্কিত এই বিল পাশ করলেও এর বিরোধিতায় উঠে পড়ে লাগে সংখ্যালঘু সম্প্রদায়। দেশের বিভিন্ন এলাকায় শুরু হয় আন্দোলন এবং বিক্ষোভ। এমনকি ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মুর্শিদাবাদে। পুলিশের গাড়ি ভাঙচুর থেকে শুরু করে আগুন লাগানো রীতিমত তাণ্ডব পরিস্থিতি হয়েছিল। তবে এই মুহূর্তে পরিস্থিতি ঠিকঠাক। কিন্তু এবার এই আইন নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করল সুপ্রিম কোর্ট।
ওয়াকফ নিয়ে বিস্ফোরক মন্তব্য বিচারপতির!
সূত্রের খবর, তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, জম্মু-কাশ্মীরের বিধায়ক অর্জন সিংহ রাজু-সহ ১১ জন মামলাকারী ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। কিন্তু এদিন ওয়াকফ সংশোধনী আইন এর মামলা নিয়ে বড় সিদ্ধান্ত জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে ওয়াকফ সংশোধনী আইন এর মামলার বিরুদ্ধে নতুন করে কোনও মামলা গ্রহণ করতে নারাজ সুপ্রিম কোর্ট। এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আর কোনও মামলা গ্রহণ করা হবে না। একমাত্র মামলাকারীরা এই মামলা প্রত্যাহার করে মূল মামলায় অংশগ্রহণকারী হিসেবে আর্জি জানাতে পারবেন।
মামলা খারিজ সুপ্রিম কোর্টের
ওয়াকফ আইনের বিরুদ্ধে বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক নেতৃত্ব শীর্ষ আদালতে মামলা করেছে। হায়দরাবাদের সাংসদ তথা অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসির হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছে। ওয়েইসি ছাড়াও কংগ্রেস সাংসদ মহম্মদ জাভেদ, আম আদমি পার্টির সাংসদ আমানাতুল্লাহ খান এই আইনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মামলা করা হয়েছিল। সব মিলিয়ে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে পাঁচটি মামলা শোনার সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে এমনই মন্তব্য করলেন প্রধান বিচারপতি।
আরও পড়ুনঃ ম্যাচ হারতেই রিঙ্কুকে জোড়া চড় কষালেন কুলদীপ, ব্যক্তিগত আক্রোশ? ফুঁসছেন KKR তারকা
গত ১৭ এপ্রিল সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইনের কিছু ধারা নিয়ে প্রশ্ন তোলায় কেন্দ্রীয় সরকার নিজেই সেই সব ধারা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এদিন তাই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন যে ওয়াকফ আইন প্রত্যাহারের বাইরে অতিরিক্ত কিছু যদি বলার থাকে তাহলে নতুন মামলাকারীরা মূল মামলায় হস্তক্ষেপ করতে পারেন। কারণ বহু মামলাতেই একই কথা বলা হয়েছে। তার জন্য আলাদা মামলা করার কোনো দরকার নেই। আগামী ৫ মে ফের এই মামলার শুনানি হওয়ার কথা।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |