সেভেন সিস্টার্সে নজর? বাংলাদেশের বয়ানবাজির পর সীমান্ত সুরক্ষা বাড়াল ভারত

Published on:

Updated on:

India Bangladesh Relation

সৌভিক মুখার্জী, কলকাতা: পদ্মাপাড়ের দেশের সঙ্গে ভারতের সম্পর্ক (India Bangladesh Relation) এমনিতেই বর্তমানে সাপে-নেউলে হয়ে উঠেছে! ভারতকে সামনে রেখে যেন একের পর এক ছোবল দিচ্ছে শান্তিতে নোবেল জয়ী বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তবে ভারতও তো চুপ করে বসে থাকার পাত্র নয়!

রিপোর্ট অনুযায়ী, ভারত সরকার সম্প্রতি উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডরে রাফাল যুদ্ধবিমান এবং S-400 অ্যান্টি ডিফেন্স মিসাইল সিস্টেম মোতায়েন করেছে। আর তাকেই এবার বাংলাদেশের অস্থায়ী ইউনূস সরকারের উদ্দেশ্যে পাল্টা পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক ও কূটনৈতিক মহলের একাংশ।

আলোচনায় চিকেন নেক

প্রসঙ্গত ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যের মেলবন্ধন হিসেবে কাজ করে সেভেন সিস্টার্স করিডর বা চিকেন নেক, যেটিকে শিলিগুড়ি করিডর হিসাবেও আখ্যায়িত করা হয়। মাত্র 22 কিলোমিটার প্রশস্ত এই করিডরের চারদিকে ঘিরে রয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটান এবং চিন। আর এই চার দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে সবথেকে উদ্বেগ ছড়াচ্ছে ড্রাগনের দেশ।

ইউনূস সরকার কী বলছে?

প্রসঙ্গত, ওপার বাংলার অস্থায়ী সরকারের নেতৃত্বে থাকা মহম্মদ ইউনূস সম্প্রতি ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং চিকেন নেক প্রসঙ্গে উস্কানিমূলক মন্তব্য করে বেড়াচ্ছে। ভারত দাবী করছে যে, এই মন্তব্যের মাধ্যমে চিনের সঙ্গে ইউনূস সম্পর্কে জড়িয়ে ভারত বিরোধী সুর গেয়ে ভারতেরই পিঠে ছুরি মারার চেষ্টায় আছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ নূন্যতম ব্যালেন্সের কোটা তুলে নিল এই সরকারি ব্যাঙ্ক

রাফাল ও S-400 মোতায়েন করে কী ইঙ্গিত দিচ্ছে ভারত?

কূটনৈতিক বলুন বা রাজনৈতিক, যেখানে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে, সেখানে ভারতের সীমান্তে এই সামরিক মোতায়েন নিঃসন্দেহে ইউনূস সরকারের বিপক্ষে কড়া বার্তা বলে মনে করছে অনেকে। রাফাল যুদ্ধবিমান বসিয়ে ভারত চাইছে আকাশ পথে আক্রমণ হানার।

পাশাপাশি S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম মোতায়েন করা মানে কোনও শত্রু দেশ আকাশপথে অনুপ্রবেশের চেষ্টা করলেই সেকেন্ডের মধ্যেই গুরিয়ে দেওয়ার পদক্ষেপ। আর এই সামরিক পরিকাঠামো শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, বরং চিনের জন্যও কূটনৈতিক বার্তা বলে মনে করছে বিশেষজ্ঞরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥