রোহিত আউট হতেই ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, ব্যক্তির দোকান গুঁড়িয়ে দিল পুলিশ

Published on:

Shopkeeper's shop vandalized for raising anti-India slogans during India-Pakistan match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত(India)-পাকিস্তান(Pakistan) ম্যাচ চলাকালীন ভারত বিরোধী স্লোগানের জের মহারাষ্ট্রে ভাঙা পড়ল এক ব্যক্তির দোকান। হ্যাঁ, রবিবার মরুদেশের মহারণে পাকিস্তানকে গুড়িয়ে জয় পেয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। যার জেরে খুশির জোয়ারে ভেসেছেন ভারতীয় সমর্থকরা। তবে রবিবারের হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও সামনে এসেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রিজওয়ান অ্যান্ড কোম্পানির বিপক্ষে তখন টিকে থাকার আপ্রাণ চেষ্টা করছিলেন অধিনায়ক রোহিত। তবে সেই চেষ্টায় জল ঢালে পাক পেসার শাহীন আফ্রিদি। আর এরপরই শর্মার উইকেটে তীব্র উচ্ছাস প্রকাশ করতে থাকেন মহারাষ্ট্রের এক বাসিন্দা। এদিন ওই ব্যক্তির গলায় শোনা গিয়েছিল পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি। আর এই ঘটনার পরই বুলডোজার দিয়ে ভাঙা হয় তাঁর দোকান। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

ঠিক কী ঘটেছিল?

রবিবার দুবাইয়ের মাঠে নির্ধারিত সময়ে গড়িয়েছিল ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ। আর এই ম্যাচকে সামনে রেখেই যেন একপ্রকার নতুনভাবে নিজেদের ক্রিকেট প্রেম জাগিয়ে তুলেছিলেন ভারতীয়রা। রিজওয়ানদের বিপক্ষে উঠছিল প্রতিটি স্লোগান। তবে রোহিতদের উইকেট পড়লেই হতাশ হয়ে পড়ছিলেন টিম ইন্ডিয়ার সমর্থকরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এমতাবস্থায়, মহারাষ্ট্রের সিন্ধুদুর্গের মালভনে আচমকা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে ওঠেন এক ব্যক্তি। সূত্রের খবর, সেদিন রোহিত শর্মার উইকেট পড়তেই ভারত বিরোধী স্লোগানে গর্জে ওঠেন মহারাষ্ট্রের ওই দোকান মালিক। পেশায় ব্যবসায়ী অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির ভারত বিরোধী গর্জনে চোটে যান স্থানীয় প্রতিবেশীরা।

তৎক্ষণাৎ ভারতের বিরুদ্ধে স্লোগান দেওয়ায় প্রতিবেশীদের সাথে বাকবিদণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি থানায় ফোন করেন স্থানীয়দের বেশ কয়েকজন। জানা গিয়েছে, রবিবার ওই ব্যবসায়ী সহ দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, ওই ব্যক্তি একজন অবৈধ বাংলাদেশি। মনে করা হচ্ছে, একজন বাংলাদেশি হিসেবে ভারতের প্রতি ক্ষোভ থেকেই এমন স্লোগান দিয়েছেন তিনি।

গুঁড়িয়ে দেওয়া হয় ব্যবসায়ীর দোকান

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, একজন অবৈধ বাংলাদেশি ভারত বিরোধী স্লোগান দিয়েছেন এই খবর কানে আসতেই ওই ব্যক্তির বিরুদ্ধে মালভন পৌরসভাকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন সিন্ধুদুর্গের বিধায়ক নীলেশ রানে। সোমবার বিধায়কের নির্দেশ মেনেই, দেশ বিরোধী, স্লোগান দেওয়ায় ওই ব্যক্তির ব্যবসায়ী প্রতিষ্ঠানটি বুলডোজার দিয়ে ভেঙে দেয় প্রশাসন।

সূত্রের খবর, এদিন প্রশাসনিক আধিকারিক সহ পুলিশ কর্তাদের উপস্থিতিতেই দোকান ভাঙার কাজটি সম্পন্ন হয়। এদিকে, একজন অবৈধ বাংলাদেশিকে ভারত বিরোধী স্লোগানের যোগ্য জবাব দেওয়ায় বিধায়ককে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

অবশ্যই পড়ুন: ঘন্টায় ১১০০ কিমি গতি, ৩০ মিনিটেই দিল্লি! প্রস্তুত ভারতের প্রথম হাইপারলুপ ট্রেন ট্র্যাক

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group