সহেলি মিত্র, কলকাতাঃ কালীপুজোর আগে আবারও লটারি লাগল সরকারি কর্মীদের। কেন্দ্রের পর এবার অন্য একটি রাজ্য সরকার এক লাফে কয়েক গুণ ডিএ বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধির (Dearness Allowance) ঘোষণা করল। সিকিম সরকার তার সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে । মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে মানুষের পকেটের ওপর থেকে চাপ কমানো যায়।
৬% ডিএ বৃদ্ধি করল সিকিম সরকার
অর্থ বিভাগের জারি করা একটি বিজ্ঞপ্তি অনুসারে, এই বৃদ্ধি ১ জানুয়ারি, ২০২৫ থেকে কার্যকর হবে। পুরানো বা পূর্ব-সংশোধিত মূল বেতনে কর্মরত কর্মচারী এবং পেনশনভোগীরা অতিরিক্ত ৬ শতাংশ মহার্ঘ্য ভাতা এবং মহার্ঘ্য ত্রাণ পাবেন। এর ফলে তাদের মোট মহার্ঘ্য ভাতা এবং মহার্ঘ্য ২৫২ শতাংশে পৌঁছে যাবে। এই পরিবর্তন তাদের মাসিক আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট বেতনের উপর নির্ভরশীল।
এছাড়া নতুন বা সংশোধিত মূল বেতন কাঠামোতে রূপান্তরিতদের জন্য অতিরিক্ত ২% ডিএ এবং ডিআর প্রদান করা হয়েছে। এর ফলে তাদের ডিএ এবং ডিআর ৫৫% হবে। এই ব্যবস্থা সপ্তম বেতন কমিশনের অধীনে কর্মরতদের সরাসরি উপকার করবে, তাদের ক্রয় ক্ষমতা জোরদার করবে। সরকার স্পষ্ট করে জানিয়েছে যে সংশোধিত বেতন স্কেল সহ চুক্তিভিত্তিক কর্মী এবং কর্মচারী প্রতিষ্ঠানের কর্মীরাও এই বৃদ্ধির সম্পূর্ণ সুবিধা পাবেন। এর ফলে রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য বিভাগে কর্মরত হাজার হাজার মানুষ উপকৃত হবেন। সিকিমের মতো পাহাড়ি রাজ্যে, যেখানে জীবনযাত্রার ব্যয় বেশি, এই সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়।
খুশি কর্মীরাও
এই ঘোষণা সিকিমের বাসিন্দাদের জন্য একটি ইতিবাচক লক্ষণ, যারা মুদ্রাস্ফীতির চাপের মুখোমুখি হচ্ছেন। কেন্দ্রীয় সরকার সম্প্রতি তার কর্মচারীদের জন্য ডিএ ৩% অবধি বৃদ্ধি করেছে, যদিও সিকিমের এই সিদ্ধান্ত রাজ্য পর্যায়ে একটি স্বাধীন অর্থনৈতিক নীতির প্রতিফলন। এটি রাজ্যের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে, কারণ আয় বৃদ্ধির ফলে বাজারে ব্যয় বৃদ্ধি পাবে।