প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগেই সিকিমের (Sikkim) বোজঘরির তিন মাইল এলাকায় বড় ধস নেমেছিল। সেই সময় স্থানীয় একটি পেট্রল পাম্পের পাশেই পার্কিং করা ছিল একটি চারচাকা গাড়ি। ধসের জেরে আচমকাই পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ে এর উপর। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই গাড়িটি। তাতেই বিপাকে পড়েছেন পর্যটকরা। আর এই আবহে এবার পর্যটকদের সাবধান বার্তা দিলেন সিকিম প্রশাসন।
বন্ধ একাধিক রাস্তা
এদিকে গত বুধবার রাতে ভারী বৃষ্টির কারণে সিকিমের মঙ্গন থেকে সিংতাম যাওয়ার রাস্তা ভূমিধসের কারণে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে। এমনকি ভারী বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সিংতাম ও দীক্ষু জাতীয় সড়ক (NH10) এর তুমিন লিঙ্গি বিধানসভার অন্তর্গত ৯ মাইল এলাকা ও চুলিবন সংলগ্ন অঞ্চল। তাই পর্যটক এবং যাত্রীদের নিরাপত্তার খাতিরে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে এই রাস্তা। ইতিমধ্যেই রাস্তা পরিষ্কারের কাজে নেমেছে সংশ্লিষ্ট প্রশাসন ও সড়ক দফতর। কিন্তু সেই কাজেও বৃষ্টির জন্য মাঝেমধ্যে বেগ পেতে হচ্ছে তাঁদের।
পর্যটকদের উদ্দেশে বার্তা প্রশাসনের
দুর্যোগের এই পরিস্থিতি মোকাবিলা করার ক্ষেত্রে সিকিম প্রশাসনের পক্ষ থেকে পর্যটক ও সাধারণ যাত্রী-সহ এলাকাবাসীদের সুরক্ষার উদ্দেশ্যে একটি বার্তা পাঠান হয়েছে। সেখানে বিস্তারিত ভাবে জানানো হয়েছে যে, পর্যটকরা যেন ভ্রমণের পূর্বে সড়ক পরিস্থিতির হালহাকিকত ও তথ্য জেনে নিয়েই প্রয়োজনীয় যাত্রা করে। আগাম খবর না নিয়ে বাড়ি থেকে না বেড়ানোর পরামর্শ দিয়েছে সিকিম প্রশাসন। সাধারণত, এপ্রিল মাসেই ধস নামে প্রতিবার। এবারেও তাই হয়েছে। বিগত কয়েকদিন ধরে বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তর সিকিম। তার উপর ১০ নম্বর জাতীয় সড়ক মেরামতির কাজ চলছে।
আরও পড়ুন: এভারেস্ট জয়ের পরেই আনন্দ হল মাটি! মৃত্যুর কোলে ঢলে পড়ল রানাঘাটের সুব্রত
অন্যদিকে গ্রীষ্মের ভরা পর্যটন মরশুমে একের পর এক ভ্রমণের টিকিট বাতিলের জেরে মহাবিপদে পড়েছে সিকিম দার্জিলিং এর ট্রাভেল এজেন্টরা। আগাম টিকিট বুকিং এর টাকা এইভাবে হাতছানি হতে দিতে চাইছেন না কেউই। কারণ দার্জিলিং সিকিমের একটি বড় অর্থই আসে পর্যটন শিল্পের মাধ্যমে। তাই সেখানে পর্যটকদের মাথায় করে রাখা হয় লক্ষ্মীরূপে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই পর্যটকদের সংখ্যা এবার কমে যাওয়াতে মাথায় হাত অনেকের। এছাড়াও ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি নিয়েও বেশ ভয়ে রয়েছে অনেকেই, তাতেই বাতিল করা হচ্ছে একাধিক টিকিট।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |