ছোবল মারার বদলা! রাগের মাথায় জ্যান্ত সাপ চিবিয়ে খেলেন কৃষক, তারপর যা হল

Published on:

Uttar Pradesh

প্রীতি পোদ্দার, কলকাতা: কথায় আছে রাগ নাকি মানুষের চরম শত্রু। একবার রাগ হলে সেটাকে নিয়ন্ত্রণ করা বেশ চাপের। কারোর তো আবার রাগ উঠলে মাথা একদমই ঠিক থাকে না। কিন্তু তাই বলে সাপে কামড়েছে বলে রাগের মাথায় জ্যান্ত সাপটি চিবিয়ে খাবে কেউ কি ভাবতে পারে? তবে এবার সেটাই হয়েছে। সাপে ছোবল মারার কারণে রাগের বশে ভয়ংকর কাণ্ড ঘটালেন উত্তরপ্রদেশের এই কৃষক।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘটনাটি কী?

‘আজকাল’ এর রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলায়। সেখানকার সাইওহাত গ্রামে ৫৫ বছরের প্রৌঢ় মতবদল যাদব পেশায় একজন কৃষক ছিলেন। মাঠে ঘাটে চাষবাস করেন এই প্রৌঢ়। দিন কয়েক আগেই সারাদিনের ক্লান্তির শেষে খাওয়া দাওয়ার পর নিজের ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিলেন। কিন্তু মাঝরাতে হাতে সামান্য জ্বালা করায় হঠাৎ ঘুম ভেঙে যায় তাঁর। আলতো করে চোখ খুলেই দেখেন, সাপে ছোবল মেরেছে তাঁকে। তবে এর পরেই ঘটল আসল ঘটনা।

পাল্টা প্রতিশোধ কৃষকের

সাধারণত কেউ সাপের ছোবল খেলে ভয়ে ঘাবড়ে যায়, অনেকে অজ্ঞান হয়ে যায়, কিন্তু এই ব্যক্তি ভয় পাওয়া তো দূর উপরন্তু সাপের উপর রীতিমত ভয়ংকর রাগ প্রকাশ করেন। এবং রাগে ফুঁসতে ফুঁসতে এক হাতে জ্যান্ত সাপটিকে খপ করে ধরে ফেলেন এবং পাল্টা কামড়েও দেন। এরপরেই মাঝ রাতে তাঁর গলার আওয়াজ পেয়েই পরিবারের সদস্যরা ছুটে আসেন। এরপর সমস্ত ঘটনা সদস্যদের কাছে ফাঁস করেন তিনি। কামড়ানোর কথা শুনেই আঁতকে ওঠেন সকলে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুন: বেড়েই চলেছে অজয়-ভাগীরথী নদীর জল! প্লাবিত কাটোয়া, নদীয়ায় বিস্তীর্ণ এলাকা

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মতবদল নামে বছর ৫০ এর ওই ব্যক্তি। তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল বলে জানা গিয়েছে। তবে গ্রামে বর্ষা আসলেই সাপের বাড়বাড়ন্ত বেড়ে যাওয়ার অভিযোগ অনেক আগে থেকেই শোনা যাচ্ছে। সকলেই সাপের দাপটে কমবেশি নাজেহাল। কিন্তু জ্যান্ত সাপ চিবিয়ে খাওয়ার ঘটনা এই প্রথম তাঁদের গ্রামে ঘটল। যা নিয়ে আতঙ্কের কারণ তৈরি হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group