১৪ অক্টোবর অবধি জেলেই থাকতে হবে সোনমকে! নির্দেশ সুপ্রিম কোর্টের

Published:

Sonam Wangchuk
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি লাদাখের লেও শহর হিংসার আগুনে জ্বলছিল। এখনও সেই আবহের জলঘোলা যেন থামছে না। আজ সুপ্রিম কোর্ট লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চল এবং যোধপুর কেন্দ্রীয় জেলের পুলিশ সুপারকে নোটিশ ধরিয়েছে। জানা গিয়েছে, গ্লোবাল জলবায়ু মন্ত্রী সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) স্ত্রী গীতাঞ্জলির অংমোর পক্ষ থেকে দায়ের করা পিটিশনের পক্ষ থেকেই ওই নোটিশ জারি করা হয়েছে। আর ওই নোটিশ অনুযায়ী, সোনমকে আপাতত 14 অক্টোবর পর্যন্ত জেলে বন্দি থাকতে হবে।

বড়সড় নির্দেশ আদালতের

ইন্ডিয়া টিভির রিপোর্ট অনুযায়ী, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, আটকাদেশের একটি কপি সোনমের স্ত্রীকে প্রদান করতে হবে। এমনকি জেলায় তাঁর জন্য যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই মামলার শুনানি নির্ধারণ করা হয়েছে আগামী 14 অক্টোবর। ততদিন জেলেই থাকতে হবে ওয়াংচুককে।

সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল গীতাঞ্জলির পক্ষ হয়ে বলেন, আটকাদেশের কারণ পরিবারকে জানানো হয়নি। এদিকে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, আটকাদেশের কপি ইতিমধ্যেই সোনমকে দেওয়া হয়েছে। আর আদালতের নির্দেশে তাঁর স্ত্রীকেও কপি দেওয়া হবে। প্রসঙ্গত, গত 26 সেপ্টেম্বর NSA-তে আটক হয়েছিলেন সোনম ওয়াংচুক। অভিযোগ ওঠে, তিনি লাদাখের যুবকদের বিক্ষোভে নামতে উত্তেজিত করে তুলেছিলেন। এদিকে NSA এর নিয়ম অনুযায়ী, বিচার ছাড়া একজনকে সর্বাধিক 12 মাস পর্যন্ত আটকে রাখা যেতে পারে।

উল্লেখ্য, লাদাখ প্রশাসন লেহ-তে হিংসার ঘটনায় চারজনের মৃত্যু সংক্রান্ত ম্যাজেস্টিয়াল তদন্তও শুরু করেছে। আর এই ঘটনাটি ঘটেছিল 24 সেপ্টেম্বর, যখন অ্যাপেক্স বডির যুবকরা নিজেদের ক্ষমতার দাবি এবং লাদাখলে ষষ্ঠ সূচিতে অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ করেছিল।

আরও পড়ুনঃ ‘কখনও DVC, কখনও CESC, শুধু দোষ চাপানো স্বভাব!’ মমতাকে নিশানা শুভেন্দুর

সোনমের স্ত্রীর অভিযোগ

এদিকে সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি দাবি করছেন যে, তিনি লেহতে বাড়ির মধ্যে আটকা পড়ে গিয়েছেন। এছাড়াও হিমালিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ লাদাখের শিক্ষার্থী ও কর্মীরা হয়রানি, মানসিক চাপের সম্মুখীন হচ্ছে। যদিও প্রশাসনের নজর এখন তদন্তের দিকে। কারণ আগামী 14 অক্টোবরই এই মামলার শুনানি হবে। আর ততদিন পর্যন্ত জেলেয় থাকতে হবে সোনমকে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join