শ্বেতা মিত্র, কলকাতা, EXCLUSIVE: দীঘা (Digha) ও ওড়িশার সমুদ্রপ্রেমীদের জন্য রইল এক দারুণ সুখবর। আগামী দিনে এই দু জায়গাতেই ভ্রমণ করা আরও সহজ হতে চলেছে বৈকি। আসলে দীর্ঘদিন ধরে ওড়িশার গঞ্জাম থেকে পশ্চিমবঙ্গের দিঘা পর্যন্ত বিস্তৃত একটি উপকূলীয় হাইওয়ে তৈরী করার পরিকল্পনা চলছিল বিস্তর। তবে কবে এই রাস্তা হবে, আদৌ হবে কিনা সেই নিয়ে উঠছিল প্রশ্ন। তবে এই বিষয়ে খুব শীঘ্রই সকলের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে বলে মনে হচ্ছে। টেন্ডার প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পরে নির্মাণ কাজ দ্রুত শুরু হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে।
দীঘা-পুরী যাওয়া আরও সহজ
জানা গিয়েছে, জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই) খুরদার রামেশ্বর থেকে জগৎসিংহপুরের রতনপুর পর্যন্ত ১৬৩ কিলোমিটার জুড়ে প্রথম বিভাগের জন্য দরপত্র প্রকাশের পরিকল্পনা ঘোষণা করেছে। চেন্নাই-কলকাতা এনএইচ-১৬ এর যানজট কমানোর লক্ষ্যে ওড়িশা উপকূলীয় মহাসড়কটি পরিকল্পনার প্রায় এক দশক পরে বাস্তবে পরিণত হতে চলেছে।
প্রাথমিকভাবে ২০১৫ সালে গঞ্জাম জেলার গোপালপুরকে দীঘার সঙ্গে সংযুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল, মহাসড়ক প্রকল্পটি পরিবেশগত ছাড়পত্রের অভাব এবং এর প্রান্তিককরণ নিয়ে জনগণের বিরোধিতার কারণে স্থগিত হয়ে যায়। তবে, ৪৫১ কিলোমিটার থেকে ৩৪৬ কিলোমিটার দূরত্ব কমিয়ে এবং চিলকা, বালুখণ্ড বন্যপ্রাণী অভয়ারণ্য এবং ভিতরকণিকা জাতীয় উদ্যানের পরিবেশ-সংবেদনশীল অঞ্চলগুলি বাদ দিয়ে সংশোধিত প্রান্তিককরণের ফলে সমস্যাগুলি সমাধান হয়েছে বলে মনে হচ্ছে।
চার লেনের হবে রাস্তা!
সূত্রের খবর, রামেশ্বর থেকে রতনপুর এবং রতনপুর থেকে দিঘা পর্যন্ত দুই ভাগে চার লেনের উপকূলীয় মহাসড়ক নির্মাণ করা হবে। এর পাশাপাশি, ধামরার উপকূলীয় মহাসড়ককে যমুঝাদিতে এনএইচ -১৬ এর সাথে সংযুক্ত করার জন্য আরও ৬৭ কিলোমিটার হাইওয়ে তৈরি করা হবে। কেন্দ্রের ‘পূর্বোদয়’ দৃষ্টিভঙ্গির অধীনে ভারতমালা পরিযোজনার অংশ তিনটি অংশে ৪১৩ কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি আনুমানিক ২৩,৮৮২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে।
আরও পড়ুনঃ ইডেনে ভারত বনাম ইংল্যান্ডের টিকিট কোথায় কবে থেকে পাবেন, দামই বা কত? জানাল CAB
এনএইচএআই ইতিমধ্যে চারটি প্যাকেজে হাইব্রিড অ্যানুইটি মোডে ৭,০৪০.৪৩ কোটি টাকা ব্যয়ে রামেশ্বর থেকে রতনপুর পর্যন্ত ১৬৩ কিলোমিটার সেকশন -১ এর জন্য দরপত্র আহ্বান করেছে। টাঙ্গি, ব্রহ্মগিরি, পুরী, কোনার্ক, আস্তারং, নওগাঁ এবং পারাদ্বীপের মধ্য দিয়ে খুরদা, পুরী, কেন্দ্রাপাড়া এবং জগৎসিংহপুর এই চারটি জেলা অতিক্রম করবে।