এবার স্বনির্ভর হবেন মহিলারা, বাজেটে দুটি বড় ঘোষণা, মিলবে বিরাট লাভ

Published on:

union budget 2025

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: বর্তমানে বেকারত্ব সংক্রান্ত নানা সমস্যায় জর্জরিত গোটা দেশ। এদিকে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। যার ফলে বেশ সমস্যায় পড়েছে দেশবাসী। বিশেষত মহিলা ও যুব সম্প্রদায়ের ক্ষেত্রে আরও সমস্যা যেন বেশি চোখে পড়ছে। তাই চলতি বছরের পূর্ণাঙ্গ বাজেট (Budget 2025) নিয়ে বেশ আশা রেখেছিল দেশবাসী। আর সেই আশায় এবার খানিক স্বস্তি দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দারিদ্রতা দূরীকরণ, বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের আরও বেশি করে অংশগ্রহণকে উৎসাহ দেওয়ার জন্য নানা উদ্যোগ নেওয়া হল এবারের বাজেটে।

আমাদের সাথে যুক্ত হন Join Now

বাজেট মানেই দেশের সম্পদের খবর। আর বাজেট মানেই আগামীর খরচ-খরচার রূপরেখা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় ইনিংসের প্রথম পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন ছিল আজ। এই নিয়ে ৮ বার সংসদে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ২০২৫-২৬ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে এবার স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা MSME এবং উদ্যোক্তাদের জন্য একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন তিনি। এমনকি, নারীকল্যাণের ক্ষেত্রেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মহিলাদের বিশেষ লোনের সুবিধা

চলতি বছরের পূর্ণাঙ্গ বাজেটে এবার মহিলাদের জন্য এক দুর্দান্ত উদ্যোগ নিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মহিলাদের স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে এবার লোনের সুবিধা নিয়ে এসেছে অর্থমন্ত্রী। প্রথমবার যে নারীরা উদ্যোগপতি হতে যাচ্ছেন তাঁদেরকে দেওয়া হবে এই লোনের বিশেষ সুবিধা। বাজেট সূত্রে জানা গিয়েছে তফশিলি জাতি ও তফশিলি উপজাতির উদ্যোগপতিরা ২ কোটি পর্যন্ত লোনের সুবিধা মিলবে এবার। আর এই পরিকল্পনায় আগামী ৫ বছরে অন্তত ৫ লাখ মহিলা উদ্যোগপতিকে এই সহায়তা প্রদান করা হবে।

Whatsapp Broadcast Join Now

আরও পড়ুনঃ বারেবারে কেওয়াইসি থেকে মুক্তি! বাজেটে ঘোষণা C-KYC’র, কী সুবিধা পাবেন গ্রাহকেরা?

মিশন শক্তি প্রকল্প নিয়ে বড় উদ্যোগ

আসলে যে সকল মহিলারা নিজেদের উদ্যোগে কিছু করার চেষ্টা করছেন কিন্তু প্রয়োজনীয় মূলধনের অভাবে বিশেষ কিছু করতে পারছেন না তাদের জন্য এবার বিরাট সুযোগ এনে দিয়েছে। আশা করা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগে নারীদের নানা সুবিধা মিলবে। এছাড়াও মহিলা ও শিশু সুরক্ষার জন্য ‘মিশন শক্তি’ প্রকল্পের জন্য বাজেটে ৩,১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটি ১৫তম অর্থ কমিশনের আওতায় ২০২১-২২ থেকে ২০২৫-২৬ পর্যন্ত চালু থাকবে বলে জানিয়েছেন নির্মলা সীতারমণ।

আরও পড়ুনঃ বাজেটে ৫৩.৫৪% বরাদ্দ কমল নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো রুটে

Whatsapp Group Join Now

অন্যদিকে মহিলা ও শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে ‘সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ ২.০’। এই কর্মসূচির মাধ্যমে সারা দেশে ৮ কোটির বেশি শিশু, ১ কোটি গর্ভবতী ও স্তন্যদায়ী মা এবং ২০ লাখ কিশোরী বিশেষত দেশের অনুন্নত জেলা ও উত্তর-পূর্ব অঞ্চলে পুষ্টি সহায়তা প্রদান করা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে বাজেটে।

সঙ্গে থাকুন ➥
X