Indiahood-nabobarsho

নয়া বছরের উপহার, DA নয় এবার সরকারি কর্মীদের জন্য বাড়ল পোশাক ভাতা, কত করে মিলবে?

Published on:

government employee

শ্বেতা মিত্রঃ নতুন বছর শুরু হওয়ার আগেই কর্মীদের বড় চমক দিল সরকার। কেউ হয়তো ভাবতেও পারেননি এমনটা হতে পারে বলে। সরকারি কর্মীদের নববর্ষের উপহার দিল উত্তরপ্রদেশ সরকার। সচিবালয় ব্যতীত অন্যান্য অধস্তন সরকারি অফিসে কর্মরত সরকারি যানবাহনের চালক ও অ্যাটেনডেন্টদের ইউনিফর্ম ভাতা, ইউনিফর্ম নবায়ন ও ইউনিফর্ম ওয়াশিং ভাতা বাড়িয়েছে সরকার। এখন ইউনিফর্ম কেনার ক্ষেত্রে ৬৮০ টাকার পরিবর্তে ১০২০ টাকা পাবেন। রেইনকোট কিনলে ৫০০ টাকার পরিবর্তে ৭৫০ টাকা দেওয়া হবে সরকারের তরফে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিজ্ঞপ্তি জারি

ইতিমধ্যে সরকারের তরফে এই ভাতা সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যা দেখে খুশি হয়ে গিয়েছেন সকলে। এমএসএমই বিভাগ এই বিষয়ে একটি সরকারি আদেশ জারি করেছে। শীতকালীন ইউনিফর্মের ক্ষেত্রে ভাড়া ১৩১০ টাকা থেকে বেড়ে ১,৯৬৫ টাকা, জুতো ১৬৪ টাকা থেকে ২৪৬ টাকা এবং ছাতার ভাতা ৯৬ টাকা থেকে বেড়ে ১৪৪ টাকা হবে। রেইনকোটটি পাঁচ বছরে একবার পাওয়া যাবে।

গ্রীষ্মকালীন ইউনিফর্ম পাওয়া যাবে চার বছরে একবার, শীতকালীন ইউনিফর্ম পাওয়া যাবে তিন বছরে একবার। মহিলারা প্রতি বছর গ্রীষ্মকালীন ইউনিফর্ম পাবেন এবং চালকরা প্রতি তিন বছর অন্তর শীতকালীন ইউনিফর্ম পাবেন

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ইউনিফর্ম ওয়াশিং অ্যালাউন্স

চতুর্থ শ্রেণির কর্মীরা ইউনিফর্ম ধোয়ার জন্য ৪০ টাকার পরিবর্তে ৬০ টাকা পাবেন। গাড়ির চালক ৬০ টাকার পরিবর্তে ৯০ টাকা পাবেন। সচিবালয় ছাড়া সব স্থায়ী আমানতকারী, অর্ডারলি, অফিস বেয়ারার, অফিস পিয়ন এবং সরকারি গাড়ির চালক যারা পাঁচ বছর পূর্ণ করেছেন তারা অভিন্ন ভাতা পাবেন।

বিভাগীয় প্রধানের সঙ্গে যুক্ত চতুর্থ শ্রেণির কর্মীদের জেলা ও বিভাগীয় পর্যায়ে ফাংশনাল টেস্ট দেওয়া হবে এবং শুধুমাত্র চিহ্নিত কর্মীদের সাফাই দেওয়া হবে। এদিকে সরকারের আদেশ, এমএসএমই বিভাগের সচিব প্রাঞ্জল যাদব সমস্ত মুখ্যসচিব, প্রধান সচিব, সচিব এবং বিভাগীয় প্রধানদের একটি চিঠি লিখেছেন যে উল্লিখিত বিভাগের কর্মচারীদের যারা ইউনিফর্ম পরে ডিউটিতে আসবেন না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group