লক্ষ লক্ষ রেশন কার্ডের আবেদন খারিজ, রাজ্যের মানুষকে বড় ঝটকা দিল সরকার

Published:

ration card cancel
Follow

শ্বেতা মিত্র, কলকাতাঃ নতুন বছর শুরু হতে না হতেই জোরদার ঝটকা খেলেন রাজ্যের বহু মানুষ। বিশেষ করে যারা রেশন কার্ড (Ration Card) করবেন বলে ভেবে রেখেছিলেন তাঁদের মাথায় কার্যত চিন্তার বাজ ভেঙে পড়েছে। খারিজ করে দেওয়া হল বহু রেশন কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া। এদিকে রাজ্য সরকারের এহেন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই হতবাক মানুষ। কেউ হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি যে এমনটাও হতে পারে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

২০২৩ সালের জুলাই থেকে তামিলনাড়ু সরকারের কাছে মুলতুবি থাকা প্রায় ২.৬৫ লক্ষ নতুন পারিবারিক রেশন কার্ডের আবেদনের মধ্যে ১.৩৬ লক্ষ প্রত্যাখ্যান করা হয়েছে। রাজ্য নাগরিক সরবরাহ ও গ্রাহক সুরক্ষা বিভাগ জানিয়েছে, রেশন কার্ডের আবেদন বাতিল করার অন্যতম কারণ একই পরিবার থেকে উঠে আসা একাধিক আবেদন।

শুধু তাই নয়, গ্রাহকরা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করার জন্য বিদ্যমান রেশন কার্ড থেকে নাম সরিয়ে দিচ্ছেন। এতে করে রাজ্যকেও যথেষ্ট সমস্যার মুখে পড়তে হচ্ছে। যে কারণে এই রেশন কার্ডের জন্য লক্ষাধিক আবেদন বাতিল করে দেওয়া হয়েছে। আগামী দিনে যে এই রেশন কার্ড সংক্রান্ত নিয়মে আরও কড়াকড়ি আনা হবে তা জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য নাগরিক সরবরাহ ও গ্রাহক সুরক্ষা বিভাগের তরফে।

মাথায় হাত সাধারণ মানুষের

প্রত্যাখ্যাত আবেদনপত্রের অধিকাংশই তারা যারা ভিন্ন ভিন্ন এলপিজি সংযোগ ছাড়াই বিভিন্ন কার্ডের জন্য আবেদন করেছেন। যাইহোক, সরকারের তরফে সবরকম যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিলনাড়ু সরকার ব্যাখ্যা করে যে আবেদন প্রত্যাখ্যান করার অন্য কোনো কারণ নেই। এখনও অবধি ১.৯৯ লাখ আবেদন গৃহীত হয়েছে। সিভিল সাপ্লাই কমিশনারের মতে, ইতিমধ্যে অনুমোদিত কার্ডের মধ্যে ১.৬৯ লক্ষ কার্ড বিতরণ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join