গ্রামে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা! বড়সড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

Published on:

liquor shop

সহেলি মিত্র, কলকাতা: মদ বিক্রি (Liquor Sell) নিয়ে এবার আরও কড়াকড়ি করল রাজ্য সরকার। এবার থেকে মদ পাওয়া সহজ হবে না। বিশেষ করে গ্রামে যে সকল মদের দোকান আছে সেখান থেকে মদ কেনা আর মোটেও সহজ কাজ হবে না। সরকারের তরফে এমন কিছু নিয়ম লাগু করা হয়েছে যার দরুণ কিছুটা হলেও অসুবিধার মধ্যে পড়বেন সুরাপ্রেমীরা। নতুন আবগারি নিয়ম আনা হয়েছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

এবার সহজে মিলবে না মদ

আসলে হরিয়ানা সরকার ২০২৫-২৭ সালের জন্য রাজ্যের আবগারি নীতি অনুমোদন করেছ। মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নিয়মে বড় ধরনের কাঠামোগত সংস্কার অনুমোদন করা হয়েছে। আবগারি নীতির বছর এখন আর্থিক বছরের সাথে সংযুক্ত করা হবে। এই নীতিমালা ১২ জুন, ২০২৫ থেকে ৩১ মার্চ, ২০২৭ পর্যন্ত অর্থাৎ ২১.৫ মাসের জন্য প্রযোজ্য হবে, এরপর ভবিষ্যতের সমস্ত নিয়ম ১ এপ্রিল থেকে শুরু হয়ে ৩১ মার্চ শেষ হওয়া আর্থিক বছর অনুসারে পরিচালিত হবে।

৫০০ জনের কম জনসংখ্যার গ্রামে থাকবে না কোনও মদের দোকান

রাজ্যের মদ নীতিতে বলা হয়েছে যে ৫০০ জনের কম জনসংখ্যার গ্রামে মদের ঠিকা খোলা হবে না। এমন প্রায় ৭০০টি গ্রাম রয়েছে, যার কারণে সেখানে ইতিমধ্যেই চালু থাকা ১৫২টি মদের ঠিকাও এখন বন্ধ করে দেওয়া হবে। নতুন আবগারি নীতির অধীনে, সরকার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৪ হাজার ৬৪ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

২০২৪-২৫ অর্থবছরে, আবগারি ও কর বিভাগ ১২,৬৫০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ১২,৭০০ কোটি টাকা রাজস্ব আয় করেছে। এমন পরিস্থিতিতে মদের দাম বাড়তে বাধ্য। সরকার নতুন ভবন খোলার ফি বাড়িয়েছে। নতুন নীতিতে (হরিয়ানা এক্সাইজ পলিসি নিউজ), মদের ঠিকাদারীর (দোকান) সংখ্যা বাড়ানো হয়নি, অর্থাৎ, রাজ্যে ২৪০০টি ঠিকাদারী আগের মতোই চলবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

নিয়ম না মানলেই হবে জরিমানা

বাস স্ট্যান্ড, স্কুল, কলেজ এবং ধর্মীয় স্থান থেকে শুধুমাত্র ১৫০ মিটার দূরত্বে মদের দোকান খোলা হবে। আগে এই দূরত্ব ছিল মাত্র ৭৫ মিটার, যা নতুন আবগারি নীতিতে বাড়ানো হয়েছে। নতুন নীতিতে বলা হয়েছে যে জাতীয় ও রাজ্য মহাসড়ক থেকে মদের দোকানগুলি সরাসরি দেখা যাবে না।এই দোকানগুলির মহাসড়কের সাথে সরাসরি যোগাযোগ থাকবে না। জাতীয় ও রাজ্য মহাসড়ক থেকে যুক্তিসঙ্গত দূরত্বে মদের দোকান বা বিজ্ঞাপন পাওয়া গেলে, সংশ্লিষ্ট লাইসেন্সধারীর বিরুদ্ধে জরিমানা এবং লাইসেন্স বাতিলের পাশাপাশি ব্যবস্থা নেওয়া হবে। প্রথমবারের জন্য ১ লক্ষ টাকা জরিমানা করা হবে।

আরও পড়ুনঃ ভারতের ভয়ে পলাতক পাকিস্তানের প্রধানমন্ত্রী, বিদেশ মন্ত্রি! বিরাট অভিযোগ পাক সাংসদের

দ্বিতীয়বারের জন্য জরিমানা হবে ২ লক্ষ টাকা এবং তৃতীয়বারের জন্য জরিমানা হবে ৩ লক্ষ টাকা। এরপর সরাসরি লাইসেন্স বাতিলের প্রক্রিয়া গ্রহণ করা হবে। এটি এক হাজার বর্গমিটারের কম এলাকায় খোলা হবে না। শুধু তাই নয়, সরাইখানায় সরাসরি গান, নাচ বা নাট্য পরিবেশনা কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। ‘মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ লেখা বোর্ড লাগাতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, অনুষ্ঠানের জন্য অস্থায়ী লাইসেন্স (L-12A এবং L-12A-C) প্রাপ্তির প্রক্রিয়া সরলীকৃত করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥