দীপাবলির আগে মহিলারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন ৩০০০ টাকা, বড় ঘোষণা সরকারের

Published on:

ldali behen

শ্বেতা মিত্রঃ সামনেই রয়েছে দীপাবলি। আর দীপাবলি মানেই হল আলোর উৎসব। দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর সকলেই এদিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু এই দীপাবলির আগেই রীতিমতো লটারি লাগতে চলেছে অনেকের। কারণ সরকারের তরফে এবার এক ধাক্কায় ৩০০০ টাকা করে দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। হ্যাঁ ঠিকই শুনেছেন। আসলে দিওয়ালির আবহে এবার মহিলাদের জন্য দিওয়ালি বোনাস দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। আর এই বোনাস হিসাবে বহু মহিলার ব্যাঙ্কে একদম কড়কড়ে তিন হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

৩০০০ টাকা দেবে সরকার

আসলে পশ্চিমবঙ্গ সরকারের মতোই একদম মহারাষ্ট্র সরকার ও মহিলাদের মাসে মাসে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মহিলারা লাডলি বেহনা যোজনার মাধ্যমে এই টাকা পেয়ে যাবেন। আবেদন করলেই মিলবে টাকা বলে খবর। তবে এবার সকলে ১৫০০ টাকার পাওয়ার বদলে ৩০০০ টাকা করে পেয়ে যাবেন। এখন নিশ্চয়ই ভাবছেন কীভাবে? সরকারের তরফে বিশেষ দিওয়ালি বোনাস প্রোগ্রাম ২০২৪-এর আয়োজম করা হয়েছে। যারা এতে অংশ নেবেন তাঁরা মোটা টাকা পেয়ে যাবেন। চতুর্থ এবং পঞ্চম কিস্তি পাওয়ার জন্য নির্বাচিত মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা পাঠিয়ে দেওয়া হবে।

দিওয়ালিতে বিশেষ বোনাস |  Ladli Behna Yojana

এমনিতে দিওয়ালি আসছে। এমন পরিস্থিতিতে সব জায়গাতেই বোনাস দেওয়া হচ্ছে। মহিলারাই বা বাদ যান কেন। এমন পরিস্থিতিতে মহারাষ্ট্র সরকার দিওয়ালি উপলক্ষে মাঝি লড়কি বেহনা প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে একসাথে দু’মাসের টাকা দিতে চলেছে। দীপাবলি বোনাস সেই সমস্ত মহিলাদের দেওয়া হবে যাঁরা এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেছেন এবং আগের মাসগুলির জন্য অর্থ পেয়েছেন। আসলে উৎসব উপলক্ষে মাঝি লড়কি বেহেন প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে দু’মাসের টাকা একসঙ্গে দিতে চলেছে মহারাষ্ট্র সরকার।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group