সস্তায় গ্যাস সিলিন্ডার, মহিলাদের ১২৫০ টাকা! এই স্কিমের সুবিধা বাড়াল রাজ্য সরকার

Published:

Orunodoi 3.0
Follow

সহেলি মিত্র, কলকাতা: মহিলাদের স্বনির্ভর করে তুলতে, তাঁদের সাহায্য করতে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বহু রাজ্য সরকারও ব্যাপকভাবে কাজ করে চলেছে। আনা হচ্ছে একের পর এক প্রকল্প। আজকের এই আর্টিকেলে তেমনই একটি প্রকল্প সম্পর্কে আলোচনা করা হবে যেখানে মহিলাদের মাসে মাসে ১২৫০ টাকা করে দিচ্ছে সরকার। এমনিতে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় মহিলাদের প্রতি মাসে ১০০০ থেকে ১২০০ টাকা দেওয়া হয়। কিন্তু আপনি কি জানেন যে ‘অরুণোদয়’ প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রতি মাসে পাচ্ছেন ১২৫০ টাকা করে? নিশ্চয়ই ভাবছেন কোন সরকার এরকম জনদরদী প্রকল্প চালাচ্ছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

মহিলাদের ১২৫০ টাকা করে দিচ্ছে অসম সরকার

নারী ও অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলিকে সহায়তা করার জন্য অসম সরকারের অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে, মঙ্গলবার বিকেলে ডিগবয় নির্বাচনী এলাকায় ‘অরুণোদয়’ প্রকল্পের তৃতীয় পর্যায় (Orunodoi 3.0) চালু করা হয়েছে। তিনসুকিয়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে অসম জুড়ে বাস্তবায়ন করেন। অসমের ডিগবয় বিধায়ক সুরেন ফুকন মুখ্যমন্ত্রী কর্তৃক কেন্দ্রীয়ভাবে চালু করা এই প্রকল্পের উদ্বোধনে ভার্চুয়ালাইজেশনে অংশগ্রহণ করেন।

‘অরুণোদয়’ ৩.০ এর আওতায়, ডিগবয় নির্বাচনী এলাকার মোট ২০,৭৫৫টি পরিবার মাসিক আর্থিক ও বস্তুগত সহায়তা পাবে। এই প্রকল্পটি বিধবা, অবিবাহিত মহিলা, অসুস্থ, সন্তানকে একা বড় করছেন এমন মা এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মহিলাদের সহ যোগ্য মহিলাদের প্রতি মাসে ১,২৫০ টাকা করে প্রদান করবে। নভেম্বর থেকে, সুবিধাভোগীরা নিম্ন আয়ের পরিবারগুলির জন্য প্রয়োজনীয় পণ্যগুলি আরও সাশ্রয়ী করার জন্য অসম বিধানসভায় ফুকনের পূর্বের আবেদনের প্রেক্ষিতে ভর্তুকি মূল্যে লবণ, চিনি এবং ডালও পাবেন।

সস্তায় মিলবে গ্যাস সিলিন্ডার

টাকা ছাড়াও, প্রতিটি সুবিধাভোগী পরিবার প্রতি LPG সিলিন্ডারে ২৫০ টাকা ভর্তুকি পাবেন, যার অবশ্যই লক্ষ্য হল পরিবারের জ্বালানি খরচ কমানো। বিধায়ক সুরেন ফুকন বলেন যে, ‘এই প্রকল্পের আওতায় এলাকার ২,১৫৪ জন মহিলা আর্থিক সহায়তা পেয়েছেন।’ উল্লেখ্য, অরুণোদয় প্রকল্পের আওতায় আগে প্রতিটি সুবিধাভোগী মহিলাকে প্রতি মাসে ৮৩০ টাকা প্রদান করা হত, যা পরে ১,০০০ টাকায় বৃদ্ধি করা হয় এবং অরুণোদয় ৩.০-এর বর্তমান পর্যায়ে, এটি আরও বাড়িয়ে ১,২৫০ টাকা করা হয়েছে। স্বাভাবিকভাবেই সরকারের এহেন সিদ্ধান্তে মুখে হাসি ফুটেছে কয়েক লক্ষ মহিলার।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join