সহেলি মিত্র, কলকাতা : পরিষ্কার পরিচ্ছন্নতায় জোর দিতে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার প্রত্যেকটি গাড়িতে ডাস্টবিন (Dustbin In Car) বাধ্যতামূলক করা হলো রাজ্য পরিবহন দফতরের তরফে। যদি কোনও গাড়ির মালিক এই নির্দেশিকা না মানেন তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে ১০,০০০ টাকা অবধি জরিমানা করা হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে। ২৯শে এপ্রিল থেকে, রাজ্যের সমস্ত বাণিজ্যিক যানবাহনে – যেমন বাস, ট্যাক্সি এবং টেম্পো ট্রাভেলার – ডাস্টবিন রাখা বাধ্যতামূলক করা হয়েছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
গাড়িতে ডাস্টবিন রাখা বাধ্যতামূলক করল সরকার
মূলত হিমাচল প্রদেশে পরিচ্ছন্নতা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার একটি বড় পদক্ষেপ নিয়েছে। ২৯শে এপ্রিল থেকে, রাজ্যের সমস্ত বাণিজ্যিক যানবাহনে – যেমন বাস, ট্যাক্সি এবং টেম্পো ট্রাভেলার – ডাস্টবিন রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম লঙ্ঘন করলে ৩০ এপ্রিল থেকে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। যারা পাহাড় প্রেমী তাদের ভ্রমণের বাকেট লিস্টে হিমাচল ভ্রমণ থাকবেই থাকবে। এক রিপোর্ট অনুযায়ী প্রতি বছর পর্যটন মরসুমে ১.৫ থেকে ২ কোটি পর্যটক হিমাচল ভ্রমণ করেন, যাদের অনেকেই বিলাসবহুল বাস এবং ট্যাক্সি ব্যবহার করেন। প্রায়শই দেখা যায় যে, চালকরা রাস্তার ধারে আবর্জনা ফেলেন।
তবে সকলকে এবার যেখানে সেখানে নোংরা ফেলার হাত থেকে রুখতে এখন সরকার এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে এবং “হিমাচল প্রদেশ নন-বায়োডিগ্রেডেবল আবর্জনা নিয়ন্ত্রণ আইন” এর অধীনে শাস্তির বিধান করেছে। HRTC বা হিমাচল পথ পরিবহন কর্পোরেশনও এই দিকে পদক্ষেপ নিয়েছে এবং তাদের বাসগুলিতে ডাস্টবিন রাখা শুরু করেছে।
আরও পড়ুনঃ হাওড়া থেকে মেট্রো করে সল্টলেক যেতে কত টাকা খরচ? দেখে নিন সম্ভাব্য ভাড়ার তালিকা
নিয়ম না মানলেই গুনতে হবে জরিমানা
বাসের দরজার কাছে ডাস্টবিন রাখা হচ্ছে এবং চালক ও কন্ডাক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে যাত্রীরা এখানে-সেখানে আবর্জনা ফেলতে না পারে। বাসের ডাস্টবিনগুলি কেবল বাস স্ট্যান্ডে রাখা বড় ডাস্টবিনেই যাতে ফেলা হয় সেটাও খেয়াল রাখতে হবে। যদি কোনও যাত্রী বা চালক রাস্তায় আবর্জনা ফেলেন, তাহলে তাকে মোটা অঙ্কের জরিমানা করা হবে। এইচআরটিসির ৩১৮০টি বাসে পর্যায়ক্রমে এই ব্যবস্থা বাস্তবায়ন করা হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |