চলন্ত ট্রেনে হুলুস্থুল কাণ্ড! টয়লেটে গিয়েছিলেন মহিলা, দরজা খুলতেই চিৎকার, তারপর …

Published on:

strange experience happened with a female passenger on an Indian Railways train.

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলন্ত ট্রেনে (Indian Railways) টয়লেটে গিয়েছিলেন এক মহিলা যাত্রী। সূত্রের খবর, তিনি মূলত এসি কোচে ভ্রমণ করছিলেন। এমতাবস্থায়, টয়লেটের সামনে যেতেই আচমকা চিৎকার করে ওঠেন ওই মহিলা। সহযাত্রীর আতঙ্কিত চিৎকার শুনে এসি কামরার টয়লেটের সামনে ছুটে যান অন্যান্য যাত্রীরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সেখানে পৌঁছতেই ওই মহিলা যাত্রীকে প্রশ্ন করা হয়, কিছু হয়েছে? কেন চিৎকার করছেন আপনি? উত্তরে মহিলা যাত্রী অতিরিক্ত কথা না বাড়িয়ে, শুধু বলেন সামনে দেখো। আর তারপরই টয়লেটের ভিতরের দৃশ্য দেখে একেবারে চক্ষু চড়কগাছ হয়ে যায় বাকিদের। কী ছিল সেখানে?

চলন্ত ট্রেনেই হুলুস্থুল কান্ড

সহযাত্রীর চিৎকার শুনে ট্রেনের টয়লেটের সামনে পৌঁছতেই যাত্রীরা যা দেখলেন তা জানলে চমকে উঠবেন আপনিও। জানা যায়, মহিলা যাত্রীর কথা শুনে টয়লেটের ভিতরে তাকাতেই একেবারে হতবাক হয়ে যান অন্যান্য যাত্রীরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় রেল পুলিশে। ঘটনাস্থলে পৌঁছয় টিটিও। এই সময়ে রেলের তরফে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলেই খবর।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ঠিক কী দেখেছিলেন যাত্রীরা?

খোঁজ নিয়ে জানা গেল, মহিলা যাত্রীর চিৎকার শুনে টয়লেটের কাছে পৌঁছতেই অন্যান্য সহযাত্রীরা দেখেন দরজা বন্ধ রয়েছে। এরপরই সাহস করে দরজায় টোকা দিতে চক্ষু ছানাবড়া হয়ে যায় তাঁদের। দরজা খুলতেই বেরিয়ে আসে একজন ব্যক্তি। রেলের তদন্তে জানা গিয়েছে, ওই মহিলা যাত্রী যখন বাথরুমে যাওয়ার জন্য দরজা ঠেলেছিলেন, তিনি দেখতে পান ওই ব্যক্তি বাথরুমে বসে বসে সিগারেট টানছেন। আর তাতেই ধোয়ায় ছেয়ে যায় গোটা টয়লেট চত্বর। আর তা দেখেই একেবারে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হয়েছিল ওই মহিলা সহযাত্রীর।

অবশ্যই পড়ুন: ৩ তুখড় তরুণ ফুটবলারকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল! তালিকায় এক মহামেডান তারকা

উল্লেখ্য, ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, ট্রেনে যাত্রাকালে ধূমপান কিংবা মাদক দ্রব্য সেবন একেবারে নিষিদ্ধ। যেখানে প্রতি মুহূর্তে ভারতীয় রেলের তরফ ট্রেন, স্টেশন চত্বরে ময়লা ছড়ানো ও ধূমপান থেকে বিরত থাকার কথা বলা হচ্ছে, সেখানে ট্রেনের টয়লেটে বসে ওই ব্যক্তি সিগারেট টানছিলেন। যা ভারতীয় আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। সূত্রের খবর, ভারতীয় রেলের নিয়ম লঙ্ঘন করায় ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group