অ্যাকাউন্টে ঢুকবে আরও বেশি টাকা, পেনশন নিয়ে নয়া গাইডলাইন জারি করল সরকার

Published on:

indian money pension

শ্বেতা মিত্র, কলকাতাঃ আপনিও কি কেন্দ্রীয় সরকারি কর্মী? অবসর গ্রহণ করেছেন এবং সরকারের ঘর থেকে প্রতি মাসে পেনশন (Pension) পাচ্ছেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। আসলে সুপার সিনিয়র সিটিজেনদের জন্য দারুণ খবর। কেন্দ্রীয় সরকার এবার ৮০ বছর বা তার বেশি বয়সের পেনশনভোগীদের অতিরিক্ত পেনশনের সুবিধা দেবে। হ্যাঁ ঠিকই শুনেছেন। ইতিমধ্যেই এই মর্মে একটি বিজ্ঞপ্তি অবধি জারি করেছে কেন্দ্র যেটি সম্পর্কে সকলেরই জেনে রাখা জরুরি। কেন্দ্রীয় কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন মন্ত্রকের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুসারে, কেন্দ্রীয় সরকার এই পেনশনভোগীদের ‘কমপ্যাশনেট অ্যালাউয়েন্স’ নামে অতিরিক্ত পেনশন দেবে।

গাইডলাইন জারি কেন্দ্রের

WhatsApp Community Join Now

পেনশন মন্ত্রক কেন্দ্রীয় সরকারি সিভিল সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মচারীদের ৮০ বছর বয়সের পেনশনের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। এই অতিরিক্ত ভাতা দেওয়ার প্রক্রিয়াকে আরও সরল করার লক্ষ্যেই এই নির্দেশিকা। সিসিএস (পেনশন) বিধিমালা ২০২১-এর বিধি ৪৪-এর উপবিধি ৬ এর বিধান অনুযায়ী, ৮০ বছর বা তার বেশি বয়স পূর্ণ হওয়ার পর অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বিধি অনুযায়ী পেনশন ও ‘কমপ্যাশনেট অ্যালাউয়েন্স’ দেওয়া হবে।

কে কত পেনশন পাবেন?

জানা গিয়েছে, ৮০ থেকে ৮৫ বছর বয়সী প্রবীণ নাগরিকরা মূল পেনশনের ২০ শতাংশ এবং ৮৫ থেকে ৯০ বছর বয়সী পেনশনভোগীরা ৩০ শতাংশ মূল পেনশন পাবেন। ৯০ থেকে ৯৫ বছর বয়সী প্রবীণরা মূল পেনশনের ৪০ শতাংশ এবং ৯৫ থেকে ১০০ বছর বয়সীরা ৫০ শতাংশ মূল পেনশন পাবেন।

এছাড়াও ১০০ বছর বা তার বেশি বয়সী সুপার সিনিয়ররা মূল পেনশনের ১০০ শতাংশ পাওয়ার যোগ্য হবেন। যেমন, ১৯৪২ সালের ২০ আগস্ট জন্মগ্রহণকারী পেনশনভোগীরা ২০২২ সালের ১ আগস্ট থেকে মূল পেনশনের ২০ শতাংশ হারে অতিরিক্ত পেনশন পাবেন। ১৯৪২ সালের ১ আগস্ট জন্মগ্রহণকারী পেনশনভোগীরাও ২০২২ সালের ১ আগস্ট থেকে মূল পেনশনের ২০ শতাংশ হারে অতিরিক্ত পেনশন পাবেন।

সঙ্গে থাকুন ➥
X