নজিরবিহীন ঘটনা সুপ্রিম কোর্টে! একসঙ্গে ছুটি কাটাতে যাচ্ছেন CJI সহ ২৫ বিচারপতি

Published on:

supreme court

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: গত বছরের শেষের দিকে সুপ্রিম কোর্টের (Supreme Court Of India) প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছিলেন ডি ওয়াই চন্দ্রচূড়। এরপর দেশের পরবর্তী প্রধান বিচারপতি পদে শপথ নিয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না। আর দায়িত্ব কাঁধে তোলার পরেই একের পর এক মামলা নিয়ে বেশ ব্যস্ত তিনি। এদিকে শীর্ষ আদালতে এখনও বহু গুরুত্বপূর্ণ মামলা থেমে রয়েছে। মামলার তালিকা এতটাই লম্বা যে বাংলারও একের পর এক গুরুত্বপূর্ণ মামলার শুনানি পিছিয়ে চলেছে। আর এই পরিস্থিতিতে জানা যাচ্ছে প্রধান বিচারপতি-সহ আরও ২৫ বিচারপতি কাজের থেকে সাময়িক বিরতি নিয়ে একসঙ্গে ছুটিতে যাচ্ছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

একসঙ্গে ছুটি কাটাতে যাবেন ২৫ জন বিচারপতি!

সূত্রের খবর, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না প্রথম তিনিই এই ছুটির প্রস্তাব তুলে ধরেন বাকি বিচারপতিদের সামনে। আসলে দিনের পর দিন কাজের থেকে চাপমুক্ত হতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। জানা গিয়েছে শীর্ষ আদালতের সিনিয়র বিচারপতিদের সঙ্গে এই ছুটির বিষয় নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করা হয়েছে। এবং তাঁরাও এই ছুটির প্রস্তাবে রাজি হয়ে যান। বিশেষ সূত্রে জানা গিয়েছে আরাকু ভ্যালিতে ঘুরতে যাওয়ারও পরিকল্পনা রয়েছে বিচারপতিদের। সেক্ষেত্রে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না-সহ ২৫ জন বিচারপতি বিশাখাপত্তনমে থাকবেন। সঙ্গে থাকবে তাঁদের পরিবারও।

ছুটির মেজাজেই হবে কাজকর্ম সংক্রান্ত আলোচনা

প্রধান বিচারপতি সঞ্জীব খান্না-সহ ২৫ জন বিচারপতি বিশাখাপত্তনমে থাকবেন। এরপর আগামী ১১ এবং ১২ জানুয়ারি সুপ্রিম কোর্টের কাজকর্ম সংক্রান্ত কিছু আলোচনা করার কথা রয়েছে বিচারপতিদের। তবে সবটাই হবে ছুটির মেজাজে। লিভ ট্রাভেল কনসেশনের সুবিধা নিয়ে নিজেদের খরচেই ছুটি কাটাতে যাবেন বিচারপতিরা। নেবেন না কোনো সরকারী খরচ। পরের দিন অর্থাৎ ১৩ জানুয়ারি বিচারপতিরা দিল্লিতে ফিরবেন। তবে অনেক বিচারপতি সেদিনও পরিবারের সঙ্গে বিশাখাপত্তনমে থাকবেন। তবে একসঙ্গে এত বিচারপতির ছুটি কাটানোর বিষয়টা এর আগে কখনও হয়নি। যা সত্যিই সুপ্রিম কোর্টের ইতিহাসে নজিরবিহীন এক ঘটনা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group