প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: ২০১৯ সালে পঞ্জাব হরিয়ানা হাইকোর্টে স্নাতোকোত্তরে মেডিক্যাল প্রবেশিকার ক্ষেত্রে ডোমিসাইল ভিত্তিক সংরক্ষণ নিয়ে একটি মামলা ওঠে। সেবার কোর্ট, স্নাতোকোত্তর মেডিক্যাল কোর্সের ক্ষেত্রে ডোমিসাইল ভিত্তিক সংরক্ষণকে অসংবিধানিক বলে উল্লেখ করে। কিন্তু পরে এই রায় নিয়ে নানা গোলযোগ তৈরি হয়। এবার সেই মামলায় সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ ঘটনার গুরুত্বের দিকে তাকিয়ে, মামলা তিন বিচারপতির বেঞ্চের কাছে পাঠায়। আর তাতেই এবার বিস্ফোরক রায় দিল সুপ্রিম কোর্ট। ‘ডোমিসাইল’ ভিত্তিক সংরক্ষণ নিয়ে নেওয়া হল বড় সিদ্ধান্ত।
PG মেডিকেল কোর্সে ভর্তির সুযোগ থাকবে সকলের
সূত্রের খবর, গত বুধবার, সুপ্রিম কোর্টের তিন বিচারপতি হৃষিকেশ রায়, সুধাংশু ধুলিয়া ও এসভিএন ভাট্টি সমন্বিত তিন বিচারকের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল কোর্সে ভর্তির জন্য রাজ্যভিত্তিক সংরক্ষণ অসাংবিধানিক এবং অনুমোদিত করা হয়নি। তবে, MBBS বা অন্যান্য প্রাথমিক মেডিকেল কোর্সের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের জন্য কিছু সংরক্ষণ যুক্তিসঙ্গত হতে পারে। সেক্ষেত্রে PG মেডিকেল কোর্সে ভর্তি দেশব্যাপী সকল প্রার্থীর জন্য খোলা রাখতে হবে। শুধুমাত্র রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের ভিত্তিতে কোনো বিধিনিষেধ আরোপ করা যাবে না।
স্বেচ্ছায় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার অধিকার
এছাড়াও সুপ্রিম কোর্ট স্নাতকোত্তর ডাক্তারি পাঠ্যক্রমে ভর্তির ক্ষেত্রে একমাত্র মেধাই সবার ঊর্ধ্বে বলে স্পষ্ট জানিয়েছে। সেক্ষেত্রে PG ডাক্তারি কোর্সে রাজ্যভিত্তিক আবাসিক কোটা সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করে। এখানে সবাই ভারতের নাগরিক। তাই প্রাদেশিক বা রাজ্যভিত্তিক নাগরিকত্বের ধারণা নেই। এছাড়াও আদালতের তরফে এও জানানো হয়েছে যে, ‘ভারতের যে কোনও নাগরিক তাঁর পছন্দের স্থানে বসবাস ও পেশা গ্রহণের অধিকার রাখেন। একইভাবে দেশের যে কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার অধিকারও সংবিধান স্বীকৃত।’
আরও পড়ুনঃ মন্দিরে VIP দর্শন বন্ধ করতে মামলা সুপ্রিম কোর্টে, কী রায় দিল আদালত?
যদিও আদালত এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আদালতের এই রায়টি ইতিমধ্যেই প্রদত্ত আবাসিক-ভিত্তিক সংরক্ষণগুলিকে প্রভাবিত করবে না এবং যে শিক্ষার্থীরা এই ধরনের নির্বাচনের মানদণ্ডের ভিত্তিতে তাঁদের ডিগ্রি সম্পন্ন করেছে তাঁরাও প্রভাবিত হবেন না। অর্থাৎ সব মিলিয়ে সুপ্রিম কোর্ট দেশে স্নাতোকোত্তরে মেডিক্যাল প্রবেশিকার ক্ষেত্রে ‘ডোমিসাইল’ ভিত্তিক সংরক্ষণে একদমই সায় দিল না। এমনকি PG মেডিক্যালে ভর্তির ক্ষেত্রে ডোমিসাইল ভিত্তিক সংরক্ষণকে অনুমতিযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |