‘কোনও রাজ্যকে জোর করা যাবে না,’ জাতীয় শিক্ষানীতি নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

Published on:

supreme court government of west bengal

সহেলি মিত্র, কলকাতা: কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে বড় কথা বলল সুপ্রিম কোর্ট। নতুন শিক্ষানীতি মানতে কোনো রাজ্যকে জোর করা যাবে না বলে সাফ সাফ জানিয়ে দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট শুক্রবার বিজেপি নেতা এবং আইনজীবী জিএস মণির দায়ের করা একটি আবেদন খারিজ করে দিয়েছে, যেখানে তামিলনাড়ু , কেরালা এবং পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষা নীতি (এনইপি) ২০২০-এর অধীনে তিন-ভাষা সূত্র বাস্তবায়নের জন্য অনুরোধ করা হয়েছিল।

বিজেপির আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

আজ বিচারপতি জেবি পারদিওয়ালার নেতৃত্বাধীন একটি বেঞ্চ আবেদনটি খারিজ করে দিয়ে বলেছে যে, কেন্দ্রীয় নীতি অনুসরণ করতে রাজ্যকে বাধ্য করার ক্ষমতা আদালতের নেই। আদালত সরাসরি কোনও রাজ্যকে জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর মতো নীতি গ্রহণ করতে বাধ্য করতে পারে না। তবে, জাতীয় শিক্ষা নীতি সম্পর্কিত কোনও রাজ্যের পদক্ষেপ বা নিষ্ক্রিয়তা যদি কোনও মৌলিক অধিকার লঙ্ঘন করে তবে আদালত হস্তক্ষেপ করতে পারেবলে জানিয়েছে বিচারপতি বেঞ্চ।

জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন নিয়ে বড় খবর

আদালত এই ইস্যুতে আবেদনকারীর যোগসূত্র নিয়েও প্রশ্ন তোলে, উল্লেখ করে যে মণি তামিলনাড়ুর বাসিন্দা হলেও তিনি এখন নয়াদিল্লিতে থাকেন। আদালত জানায় “আমরা এই রিট আবেদনে এই বিষয়টি পরীক্ষা করার প্রস্তাব করছি না। আমরা বিশ্বাস করি যে আবেদনকারী যে কারণটি তিনি প্রস্তাব করছেন তার সাথে তার কোনও সম্পর্ক নেই। যদিও তিনি তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা হতে পারেন, তবুও তিনি নিজের স্বীকারোক্তি অনুসারে, তিনি নয়াদিল্লিতে বসবাস করছেন। এই পরিস্থিতিতে, এই আবেদনটি খারিজ করা হল।”

আরও পড়ুনঃ ফের বাড়ল গরমের ছুটির মেয়াদ! কবে খুলবে স্কুল? জানিয়ে দিল শিক্ষা দফতর

উল্লেখ্য, বিজেপির আইনজীবী জিএস মণি যুক্তি দিয়েছিলেন যে তামিলনাড়ু, কেরালা এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারগুলি জাতীয় শিক্ষা নীতি ২০২০ বাস্তবায়ন করতে এবং এর বাস্তবায়নের জন্য কেন্দ্রের সাথে একটি মৌ স্বাক্ষর করতে সাংবিধানিকভাবে বাধ্য। রাজ্যগুলি NEP গ্রহণ করতে বা কেন্দ্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং নাগরিকদের শিক্ষার অধিকার প্রভাবিত হতে পারে। যদিও এই নিয়ে আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥