গরমের ছুটি নিয়ে নিয়ম বদলাল সুপ্রিম কোর্ট! আর মিলবে না দীর্ঘ হলিডে

Published on:

summer vacation supreme court

শ্বেতা মিত্র, নয়া দিল্লিঃ এবার গরমের ছুটির (Summer Vacation) নিয়মে বড় পরিবর্তন আনল সুপ্রিম কোর্ট। এমনিতে দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটি পান তা নিয়ে বরাবরই প্রশ্ন ছিল। এখন দীর্ঘ ছুটি পরিবর্তন করে আংশিক ছুটি করা হয়েছে। এই মর্মে সুপ্রিম কোর্টের তরফে একটি  বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখন আপনিও কি জানতে ইচ্ছুক যে এই বিজ্ঞপ্তিতে কী লেখা? তাহলে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

গরমের ছুটি নিয়ে বড় পদক্ষেপ শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার বাদে ছুটির সংখ্যা ৯০ দিনের বেশি হওয়া যাবে না। আগে এই সংখ্যা ছিল ১০৩। ২৫টি হাইকোর্টের মহাসচিব ও ২৫টি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের বিবেচনার জন্য বিচারকদের জন্য পৃথক ছুটির বিষয়ে সংসদীয় কমিটির সুপারিশ পাঠানোর পর সুপ্রিম কোর্টের ঐতিহ্যবাহী গ্রীষ্মকালীন ছুটিকে ‘আংশিক আদালতের কার্যদিবস’ হিসেবে ঘোষণা করার এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিচারপতিরা দীর্ঘ ছুটি পান বলে বিভিন্ন মহল থেকে সমালোচনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের এই পরিবর্তন তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্ট রুলস, ২০১৩-এর সংশোধনীর অংশ হিসাবে এই উন্নয়ন করা হয়েছিল, যা এখন ৫ নভেম্বর প্রজ্ঞাপিত সুপ্রিম কোর্ট (দ্বিতীয় সংশোধন) বিধি, ২০২৪-এ পরিণত হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সুপ্রিম কোর্টের নতুন ক্যালেন্ডার

২০২৫ সালের ক্যালেন্ডার অনুযায়ী ২৬ মে ২০২৫ থেকে ১৪ জুলাই পর্যন্ত আংশিক আদালতের কার্যদিবস শুরু হবে। এছাড়াও, ‘অবসর বিচারক’ শব্দটি ‘বিচারক’ দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রতি বছর মে-জুলাই মাসে সাত সপ্তাহের বেশি গরমের ছুটিতে থাকে এবং ২-৩টি অবকাশকালীন বেঞ্চ রয়েছে যেখানে বিচারপতিরা শুনানি করেন। একইভাবে বিচারকদের ডিসেম্বরেও শীতকালীন ছুটি রয়েছে।

কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আগস্টের গোড়ার দিকে লোকসভায় জানিয়েছিলেন যে আইন ও কর্মীবর্গ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি আর এম লোধার পরামর্শের কথা উল্লেখ করেছিল যে সমস্ত বিচারপতি একই সময়ে ছুটিতে যাওয়ার পরিবর্তে বিভিন্ন বিচারপতিদের বিভিন্ন সময়ে ছুটিতে যাওয়া উচিত। তিনি বলেন, কমিটি বছরের বিভিন্ন সময়ে বিচারপতিদের ছুটি নেওয়ার সুপারিশ করেছে, যাতে আদালত সার্বক্ষণিক খোলা থাকে এবং মামলার শুনানির জন্য তারা সর্বদা উপস্থিত থাকেন। কমিটির অভিমত ছিল যে আদালতের ছুটির বিষয়ে বিচারপতি লোধার পরামর্শ বিচার বিভাগের বিবেচনা করা উচিত।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group