প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমানে রাজনৈতিক হোক কিংবা দুর্নীতিমূলক ঘটনা, সব কিছুর ক্ষেত্রে দিনে দিনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা CBI এর নাম উঠে আসেই। সাধারণ জনগণও কোনো কিছুর তদন্তের ক্ষেত্রেও রাজ্য গোয়েন্দা সংস্থার থেকেও বেশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর ভরসা রাখে। তবে এবার হাইকোর্টকে CBI তদন্তের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। অর্থাৎ স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনও ঘটনা ঘটলেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া যাবে না।
ঘটনাটি কী?
আসলে এই ঘটনার সূত্রপাত হয়েছিল ২০২২ সালের অক্টোবর মাসে। ওই সময় হরিয়ানার পাঁচকুলায় এক ব্যক্তির বিরুদ্ধে FIR রুজু করে এক ওষুধ ব্যবসায়ী। জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি নাকি আইবি-র ইনস্পেক্টর জেনারেলের পরিচয় দিয়ে প্রায় ১ কোটি ৪৯ লক্ষ টাকা পাঠানোর জন্য হুমকি দিয়েছিলেন ব্যবসায়ীকে। এরপর ঘটনার তদন্ত শুরু করেছিল সেখানকার রাজ্য পুলিশ। কিন্তু তদন্তে অসংগতি এবং তথ্য কারচুপি দেখে অভিযোগকারী হাইকোর্টে CBI এর তদন্তের জন্য আবেদন করেন। পরে পঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্টও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। এদিকে হাইকোর্ট আবেদন মঞ্জুর করলে অভিযুক্তরাও পাল্টা মামলা করে শীর্ষ আদালতে। আর সেখানেই বিচারপতিরা CBI তদন্তের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশ দেন।
CBI তদন্তের নির্দেশ নিয়ে নয়া নির্দেশ
আসলে এই ঘটনায় অভিযোগকারী হাইকোর্টে জানিয়েছে যে রাজ্য পুলিশ কর্মকর্তারা অভিযুক্ত ব্যক্তির সাথে পরিচিত ছিলেন এবং তারাও মামলায় জড়িত রয়েছে বলে সন্দেশ প্রকাশ করছে। এতে তথ্য লোপাটের মত আইনবিরুদ্ধ কাজ করছে রাজ্য পুলিশ, তাই সেক্ষেত্রে CBI তদন্তের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে অভিযোগকারী তাঁর অভিযোগের কোনো প্রমাণ দেখাতে পারেনি। তা সত্ত্বেও হাইকোর্ট এই আবেদন মঞ্জুর করে। তবে সুপ্রিম কোর্টের বিচারপতি এবার সেই নির্দেশ খারিজ করেন এবং কখন হাইকোর্ট CBI তদন্তের নির্দেশ দেবে তা নিয়ে নির্দেশিকা প্রকাশ করেন।
আরও পড়ুনঃ ছুটির দিনেও রেহাই নেই, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী, বৃষ্টি! আগামীকালের আবহাওয়া
এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানিয়েছে, শুধুমাত্র যে ঘটনাগুলিতে প্রাথমিক ভাবে সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে বলে মনে করবে হাই কোর্ট, সেই ঘটনাগুলিতেই সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া উচিত। কোনও অযাচিত অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া উচিত নয় বলে মনে করছে শীর্ষ আদালত। এছাড়াও সুপ্রিম কোর্ট এই বিষয়ে আরও জানিয়েছে। আদালতের তরফে বলা হয়েছে শুধুমাত্র কিছু ‘যদি’ এবং ‘কিন্তু’র উপর ভিত্তি করে অভিযোগ সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার জন্য যথেষ্ট নয়। তার জন্য লাগবে যথাযোগ্য প্রমাণ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |