প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: কয়েক মাস আগে দিল্লি হাই কোর্টের তৎকালীন বিচারপতি যশবন্ত বর্মার বাসভবনে ‘নগদকাণ্ড’ ঘিরে এক ভয়ংকর বিতর্কের সৃষ্টি হয়। দেশের আইন বিচারকের এই পরিণতি দেশের গোটা বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ভেঙে পড়তে থাকে। তখন এই পরিস্থিতির হাল ধরতে উদ্যোগী হয় সুপ্রিম কোর্ট। গত ১ এপ্রিল শীর্ষ আদালতে ‘ফুল-কোর্ট’ বৈঠক হয়। এবং ওই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়, সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পত্তির হিসাব প্রকাশ্যে আনা হবে। এবার সেই সিদ্ধান্ত বাস্তবায়িত করল সুপ্রিম কোর্ট।
প্রকাশ্যে এল বিচারপতিদের সম্পত্তির পরিমাণ
সিদ্ধান্ত নেওয়ার মাত্র এক মাসের মধ্যেই বিচারপতিদের সম্পত্তি প্রকাশের বাস্তবায়ন রূপ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সম্প্রতি প্রধান বিচারপতি ও হবু প্রধান বিচারপতি-সহ মোট ২১ জনবিচারকের সম্পত্তির খতিয়ান তুলে ধরা হল। আর সেই সম্পত্তির হিসাব প্রকাশ করা হয়েছে শীর্ষ আদালতের ওয়েবসাইটে। তবে সকলে সেই হিসাব দেয়নি। বর্তমানে ৩৩ জন জন বিচারপতি রয়েছেন সুপ্রিম কোর্টে। যার মধ্যে আপাতত ২১ জন নিজেদের সেই তথ্য তুলে ধরেছেন। এর আগেও আর দুইবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পত্তি প্রকাশ্যে আনতে তৎপর হয়েছিলেন প্রধান বিচারপতিরা। তবে তা বাধ্যতামূলক ছিল না। একনজরে দেখে নেওয়া যাক প্রধান বিচারপতি এবং হবু প্রধান বিচারপতির সম্পত্তির পরিমাণ।
প্রধান বিচারপতির সম্পত্তির পরিমাণ
সুপ্রিম কোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এইমুহুর্তে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার স্থায়ী আমানত-সহ অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে রয়েছে প্রায় ৫৫ লক্ষ ৭৫ হাজার টাকা। পিপিএফ অ্যাকাউন্টে রয়েছে ১ কোটি টাকা। জিপিএফ অ্যাকাউন্টেও রয়েছে ১ কোটি টাকার অধিক। এছাড়াও রয়েছে মারুতি সুইফট গাড়ি। পাশাপাশি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তুলে ধরা খতিয়ানের মাধ্যমে জানা গিয়েছে প্রধান বিচারপতির দিল্লিতে একটি তিন বেড রুমের এবং একটি চার বেড রুমের ফ্ল্যাট রয়েছে। ওয়েবসাইটে হবু প্রধান বিচারপতির সম্পত্তির খতিয়ানও তুলে ধরা হয়েছে।
হবু প্রধান বিচারপতির সম্পত্তির পরিমাণ
সূত্রের খবর, সুপ্রিম কোর্টের হবু প্রধান বিচারপতি বিআর গবই-এর সম্পত্তির পরিমাণ নেহাত কম নয়। বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে এইমুহুর্তে তাঁর কাছে রয়েছে ১৯ লক্ষ ৬৩ হাজার ৫৮৪ টাকা রয়েছে। এ ছাড়াও কিছু নগদ অর্থও রয়েছে। বিচারপতি গবই-এর পিপিএফ অ্যাকাউন্টে রয়েছে ৬ লক্ষ ৫৯ হাজার ৬৯২ টাকা এবং জিপিএফ অ্যাকাউন্টে রয়েছে ৩৫ লক্ষ ৮৬ হাজার ৭৩৬ টাকা। এছাড়াও মহারাষ্ট্রের অমরাবতীতে পৈতৃক বাড়ি রয়েছে যেটি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তিনি। এ ছাড়া মুম্বইয়ের বান্দ্রায় এবং নয়াদিল্লিতেও তাঁর ফ্ল্যাট রয়েছে। শুধু তাই নয়, অমরাবতী এবং নাগপুর মিলিয়ে মোট তিনটি চাষের জমিও রয়েছে।
আরও পড়ুনঃ KKR-র ম্যাচের আগেই ২৮ বলে ১০০ করা ভয়ঙ্কর প্লেয়ারের এন্ট্রি CSK-তে
এর আগে ২০০৯ সালে সুপ্রিম কোর্টে একটি ‘ফুল-কোর্ট’ বৈঠক হয়। এবং ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে কোনও বিচারপতি যদি স্বেচ্ছায় সম্পত্তির হিসাব শীর্ষ আদালতের ওয়েবসাইটে প্রকাশ্য আনতে চায় তাহলে, তা তিনি করতে পারেন। কিন্তু, ২০১৮ সাল থেকে ব্যক্তিগত গোপনীয়তার কারণ উল্লেখ করে কোনও বিচারপতির সম্পত্তির তথ্য প্রকাশ্যে আনেনি।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |