মাত্র ৬০০০ টাকা! হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের পেনশনের অঙ্ক শুনে হতবাক সুপ্রিম কোর্ট

Published on:

supreme court of india

শ্বেতা মিত্র, কলকাতাঃ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির পেনশন (Pension) কত? তা শুনে রীতিমতো আঁতকে উঠলো সুপ্রিম কোর্ট। হ্যাঁ ঠিকই শুনেছেন। আপনি যদি ভেবে থাকেন যে একজন প্রাক্তন বিচারপতি অনেক মোটা অংকের পেনশন পান তাহলে আপনি কিন্তু ভুল ভাবছেন। বর্তমান সময় দেশের কিছু প্রাক্তন বিচারপতি এতটাই কম পরিমাণে পেনশন পাচ্ছেন যা শুনে রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছে দেশের শীর্ষ আদালত অবধি। আপনিও কি জানতে ইচ্ছুক যে একজন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কত টাকার পেনশন পান? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

অবসরপ্রাপ্ত বিচারপতির বেতন মাত্র এটুকু!

WhatsApp Community Join Now

আসলে হাইকোর্টের কিছু অবসরপ্রাপ্ত বিচারপতি ৬০০০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত সামান্য পেনশন পাচ্ছেন বলে জানানো হয়েছেন। আর এই তথ্য জেনে সাধারণ মানুষের পাশাপাশি যেন আকাশ থেকে পড়েছে খোদ সুপ্রিম কোর্টও। বিচারপতি বি আর গাভাই, বিচারপতি পি কে মিশ্র এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে হাইকোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতির দায়ের করা আবেদনের শুনানি চলছে।

এলাহাবাদ হাইকোর্ট থেকে অবসর নেন বিচারপতি

আবেদনকারী ১৩ বছর জেলা আদালতে বিচারবিভাগীয় কর্মকর্তা হিসাবে কাজ করার পরে এলাহাবাদ হাইকোর্টের বিচারক ছিলেন। তিনি দাবি করেন, পেনশনের হিসাব করার সময় কর্তৃপক্ষ তার বিচারিক সেবা বিবেচনা করতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি বলেন, “আমাদের সামনে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি রয়েছেন, যিনি ৬,০০০ এবং ১৫,০০০ টাকা পেনশন পাচ্ছেন, যা হতবাক করার মতো বিষয়। এটা কী করে সম্ভব?”

পরবর্তী শুনানি কবে?

বিচারপতি গাভাই বলেন, বিচারপতিদের অবসর পরবর্তী সুযোগ-সুবিধা হাইকোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত পরিবর্তিত হয় এবং কিছু রাজ্য অনেক ভাল সুযোগ-সুবিধা প্রদান করেছে। এরপর ২৭ নভেম্বর দিন ধার্য করে সুপ্রিম কোর্ট। গত মার্চে একটি পৃথক আবেদনের শুনানিতে আদালত জানিয়েছিল, বার বা জেলা বিচার বিভাগ থেকে পদোন্নতি পাওয়ার কারণে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের পেনশন সুবিধা গণনায় কোনও বৈষম্য করা যাবে না।

সঙ্গে থাকুন ➥