বিক্রম ব্যানার্জী, কলকাতা: ‘হিন্দুস্তান, আফগানিস্তান ভাই ভাই’, কথাটা প্রায়শই শোনা যায় আফগানদের গলায়। এবার সেই আফগানিস্তানের তালিবান সরকারের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে আসছেন (Taliban Minister India Tour)। জানা যাচ্ছে, সব ঠিক থাকলে চলতি মাসের 9 তারিখেই দেশের মাটিতে পা পড়বে তাঁর। বলাই বাহুল্য, তিনি যদি ভারতে আসেন তবে 2021 সালে আফগানিস্তানের তালিবানি শাসন শুরুর পর প্রথম কোনও শীর্ষস্তরের প্রতিনিধি নয়া দিল্লি সফর করবেন।
মুত্তাকিকে ভারতে আসার অনুমতি দিয়েছে রাষ্ট্রপুঞ্জ!
ANI এর রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানের তালিবান সরকারের বিভিন্ন শীর্ষস্থানীয় নেতা এবং সদস্যদের উপর আন্তর্জাতিক সফর নিয়ে যে নিষেধাজ্ঞা ছিল, তা ইতিমধ্যেই তুলে দিয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। পরিষদ জানিয়েছে, ‘নিষেধাজ্ঞা সাময়িকভাবে রদ করা হয়েছে।’ আর তাতেই আগামী 9 অক্টোবর থেকে 16 অক্টোবর পর্যন্ত নয়া দিল্লি সফরের অনুমতি পেয়েছেন তালিবান সরকারের বিদেশ মন্ত্রী মুত্তাকি।
সম্পর্ক জোরদার হচ্ছে ভারত-আফগানিস্তানের
2021 সালের 15 আগস্ট গৃহযুদ্ধের মধ্যে দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করেছিল তালিবান সরকার। যদিও পরবর্তীতে রাষ্ট্রপুঞ্জের তরফে স্বীকৃতি পায়নি আফগানিস্তান। আসলে বিশ্বের বেশিরভাগ দেশের সাথেই পাকিস্তানের প্রতিবেশীর কূটনৈতিক সম্পর্ক ঠিক নেই। এদিকে কূটনৈতিক স্বীকৃতি না দিলেও আফগানিস্তানের জন্য সর্বদাই দরজা খোলা রেখেছে ভারত। নানাভাবে চলছে আলোচনাও।
না বললেই নয়, বিগত কয়েক মাস ধরেই মুত্তাকি সহ অন্যান্য তালিবানি নেতাদের সাথে দফায় দফায় বৈঠক সেরেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি সহ বিদেশ মন্ত্রকের শীর্ষ আধিকারিক জেপি সিং। তাছাড়াও আগে আফগানিস্তানকে যে মানবিক সাহায্য পাঠানো হয়েছিল ভারত থেকে, সে বিষয়েও আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে। এক কথায়, পাকিস্তানের বর্বরতার মধ্য দিয়ে ক্রমশ কাছাকাছি আসছে আফগানিস্তান এবং হিন্দুস্তান।
অবশ্যই পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেট তুলে স্টার্কের রেকর্ড গুঁড়িয়ে দিলেন সিরাজ
উল্লেখ্য, পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে অপারেশন সিঁদুর চালানোর পর গত 15 মে আফগানিস্তানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী মুত্তাকির সাথে ফোনে কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তালিবান ক্ষমতায় আসার পর সেটাই ছিল দুই দেশের শীর্ষস্তরিও মন্ত্রীদের মধ্যে প্রথম ফোনালাপ। সেবার, ভারতের বিদেশমন্ত্রীর সাথে কথা বলার সময় পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে তীব্র ধিক্কার জানিয়েছিল তালিবান। পাল্টা সেই নিন্দার প্রশংসা করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী।