সহেলি মিত্র, কলকাতাঃ উৎসবের আবহে কপাল খুলল কয়েক লক্ষ গরীব মানুষের। দীপাবলি (Diwali 2025) আগে এবার সকলের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার ব্যাপারে উদ্যোগী হল রাজ্য সরকার। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। রাজ্য সরকারের এহেন উদ্যোগের জেরে খুশি সাধারণ মানুষও। আসলে তামিলনাড়ু সরকার শনিবার ঘোষণা করেছে যে ২০ অক্টোবর দিওয়ালির আগে ৫ এবং ৬ অক্টোবর গণবণ্টন ব্যবস্থার আওতায় বিশেষ কিছু মানুষকে আগাম রেশন দেওয়া হবে।
দিওয়ালির আগে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে রেশন
সরকার ঘোষণা করেছে যে রাজ্যের প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী পরিবারের কার্ডধারীদের বাড়িতে সরাসরি প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া হবে। এর অর্থ হল রাজ্যের প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী পরিবারের কার্ডধারীদের আর দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়াতে হবে না। “থাইয়ুমানভার” প্রকল্পের আওতায় বাস্তবায়িত হবে এই ব্যবস্থা। এই প্রকল্পটি আগস্ট মাসে মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন চালু করেছিলেন। একটি সরকারী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রাজ্য জুড়ে একযোগে বিতরণ করা হবে। ৭০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী পরিবারের রেশন কার্ডধারীরা তাদের মাসিক রেশন পেতে তাদের আশেপাশের ন্যায্য মূল্যের দোকানে লাইনে অপেক্ষা করার ঝামেলা থেকে মুক্তি পাবেন।
কীভাবে ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়া হবে?
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, যানবাহনগুলি রেশন দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র তুলে সরাসরি সুবিধাভোগীদের বাড়িতে পৌঁছে দেবে এবং PDS কর্মীরা সঠিক ও স্বচ্ছ বিতরণের জন্য ইলেকট্রনিক স্কেল এবং ই-পস মেশিন ব্যবহার করবেন। তামিলনাড়ু জুড়ে মোট ২.১৭ মিলিয়ন রেশন কার্ডধারী এই উদ্যোগ থেকে উপকৃত হবেন।
এফপি দোকানগুলিকে তাদের নোটিশ বোর্ডে এই তথ্য প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। সরকার জনসাধারণের বয়স্ক এবং প্রতিবন্ধী সদস্যদের এই ডোরস্টেপ ডেলিভারি স্কিমের সুবিধা গ্রহণের জন্য অনুরোধ করেছে।