দেশের প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে ৩০,০০০ কোটি টাকা বিনিয়োগের পথে টাটা গ্রুপ

Published on:

Updated on:

Tata Group Investment

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের কর্পোরেট দুনিয়ায় এবার নয়া দিগন্ত খুলছে। হ্যাঁ, দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী টাটা সন্স (Tata Group Investment) এবার তাদের নতুন ব্যবসায়িক শাখাগুলিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 30 হাজার কোটি টাকা বিনিয়োগ করার বড় সিদ্ধান্তের পথে হাঁটছে। 

The Economic Times-র একটি প্রতিবেদন মারফৎ খবর, এই বিপুল অর্থ লগ্নি করা হবে টাটা ডিজিটাল, টাটা ইলেকট্রনিক্স, এয়ার ইন্ডিয়া, প্রতিরক্ষা ও ব্যাটারি ব্যবসার খাতে। আর এই বিনিয়োগ হবে ইক্যুইটি ইনফিউশনের মাধ্যমেই। এক কথায় মূলধন বৃদ্ধিকারী সংস্থাগুলিকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টাটা গোষ্ঠীর মূল উদ্দেশ্য কী?

এ বিষয়ে টাটা গোষ্ঠীর এক মুখপত্র জানিয়েছেন যে, এই মূলধন বিনিয়োগ মূলত আমাদের নতুন ব্যবসায়িক সংস্থাগুলিকে উচ্চতর স্তরে পৌঁছে দেওয়ার জন্যই। হ্যাঁ, এই পরিকল্পনার মাধ্যমে তারা স্কেল এবং প্রফিটেবিলিটির পরবর্তী ধাপে এগোতে চাইছে। এমনকি ওই প্রতিবেদন দাবি করছে, এই লগ্নি আসলে ভারতের প্রযুক্তি এবং প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা বাড়ানোর পদক্ষেপ।

টাটা ডিজিটাল এবং টাটা ইলেকট্রনিক্সের আধিপত্য

প্রসঙ্গত জানিয়ে রাখি, বর্তমানে টাটা ডিজিটাল এবং টাটা ইলেকট্রনিক্স ইতিমধ্যেই গোষ্ঠীর শীর্ষ দশ ব্যবসার তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছে। আর তাদের প্রাথমিক প্রস্তুতির সময়সীমা শেষ। এখন তাদের বাজার দখল করার এবং লাভ বাড়ানোর উপযুক্ত সময়। প্রসঙ্গত, এই ব্যবসাগুলির গতি খতিয়ে দেখছে টাটা গোষ্ঠীর বর্তমান চেয়ারম্যান এন চন্দ্রশেখরন নিজেই। 

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ SSC-র তরফে আবারও ২৪০২ শূন্যপদে চাকরি! জারি বিজ্ঞপ্তি

পাকিস্তানের দিকে কটাক্ষ?

উল্লেখ্য, এই বিনিয়োগকে ঘিরে ভারতীয় মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। কারণ, একদিকে পাকিস্তান বর্তমানে অর্থনৈতিক সংকটে ধুঁকছে, আর ঠিক তখনই ভারতের টাটা গোষ্ঠী একাই 30 হাজার কোটি টাকা বিনিয়োগ করছে! ফলে পাকিস্তান ভাবছে, ভারত এবার তাদের ভবিষ্যতের প্রযুক্তি, প্রতিরক্ষা এবং সামরিক শক্তি নির্ভরতার ভিত মজবুত করতে চাইছে!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥