বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের মাটিতে তৈরি হবে ভারতীয় রেলওয়েতে ব্যবহৃত প্রপালশন প্রযুক্তি এবং উন্নত যন্ত্রাংশ। সেই মর্মেই এবার ময়দানে নামছে টাটার মালিকানাধীন সংস্থা টাটা অটো কম্প সিস্টেম এবং ইউরোপের অটোমোবাইল কোম্পানি স্কোডা। জানা যাচ্ছে, ভারতের হাই স্পিড রেলওয়ে ও গতিশীল খাতের কথা মাথায় রেখেই একে অপরের সাথে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে দুই সংস্থা।
দুই সংস্থার যৌথ উদ্যোগে তৈরি হবে নানান যন্ত্রাংশ
রিপোর্ট অনুযায়ী, টাটার মালিকানাধীন টাটা অটো কম্প সিস্টেম ও ইউরোপীয় সংস্থা স্কোডার মধ্যে হওয়া চুক্তির ভিত্তিতে এবার ভারতে মেট্রো রেল ও মাঝারি থেকে উচ্চগতির ট্রেন, রেলের জন্য ড্রাইভ, কনভার্টার সহ অন্যান্য প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রাংশ তৈরি করা হবে। আপাতত যা খবর, এই প্রতিটি যন্ত্রাংশ তৈরি হবে ভারতেই। আর সেই লক্ষ্যেই এবার ভারতের রেল ব্যবস্থায় বিরাট বিনিয়োগ করতে চলেছে দুই জায়ান্ট।
সস্তায় টেকসই প্রযুক্তি
ভারতীয় সংস্থা টাটা এবং ইউরোপীয় কোম্পানি স্কোডা অংশীদারিত্বের পর জানিয়েছে, মূলত অল্প খরচে ভারতে স্মার্ট এবং টেকসই পরিবহনকে এগিয়ে নিয়ে যাওয়াই তাদের প্রাথমিক লক্ষ্য। এ প্রসঙ্গে আলাদা হবে, টাটা অটো কম্প সিস্টেমের তরফে জানানো হয়, তারা অল্প টাকায় উন্নত এবং টেকসই প্রযুক্তি নিয়ে আসার চেষ্টা করছে। বিশেষত ভারতের রেল খাতের কথা মাথায় রেখে এমন পদক্ষেপ বলেই জানিয়েছে রতন টাটার এই সংস্থা।
এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে টাটা অটো কম্পের ভাইস চেয়ারম্যান অরবিন্দ গোয়েল জানান, স্কোডার সাথে এই অংশীদারিত্ব ভারতীয় রেল এবং মেট্রোতে আমাদের কাজ আরও জোরদার করল। একইভাবে ইউরোপীয় সংস্থার স্কোডা গ্রুপের সিইও পিটার নোভটনি জানান, টাটার সাথে হাত মিলিয়ে এবার আমরা আমাদের উন্নত প্রযুক্তিগুলি ভারতে নিয়ে আসতে চলেছি। আশা রাখি এতে অনেক সমস্যারই সমাধান হবে।
অবশ্যই পড়ুন: টেস্ট শুরুর আগেই লর্ডসে টিম ইন্ডিয়ায় যোগ দিলেন মুম্বই ইন্ডিয়ান্স তারকা, ঘনাচ্ছে রহস্য
উল্লেখ্য, চলতি বছরের মার্চে টাটা অটো কম্প জাগুয়ার ল্যান্ড রোভার গ্রুপের সংস্থা আর্টিফেক্স ইন্টেরিয়র সিস্টেমস লিমিটেডের 80 শতাংশ শেয়ার কিনে নেয়। আর এই চুক্তির দৌলতেই আর্টিফেক্স সংস্থা, 2025 আর্থিক বছরে যাদের আনুমানিক আয় 296 মিলিয়ন ডলার, তার বেশিরভাগটাই এখন টাটার দখলে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |